ঈশ্বরদীতে বালুমহাল দখলে গুলি, যুবক আহত
Published: 12th, July 2025 GMT
পাবনার ঈশ্বরদী উপজেলায় বালুমহাল দখল নিতে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে সোহান মোল্লা (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার সাড়া ইউনিয়নের ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহান মোল্লা ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরী পাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তিনি মাঠে গরুর ঘাস কাটছিলেন। পরে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকি চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরের সীমান্তবর্তী বালুমহাল নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। বালুমহালের নিয়ন্ত্রণ নিতে প্রায়ই লালপুর থেকে স্পিডবোটে লোকজন এসে ঈশ্বরদী অংশের লোকজনের ওপর গুলি চালিয়ে ভয়ভীতি দেখান। গতকাল সকাল ১০টার দিকেও কয়েকজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এতে হাতে গুলি লেগে সোহান মোল্লা আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সোহান মোল্লা বলেন, তিনি মাঠে গরুর ঘাস কাটছিলেন। এ সময় একটা স্পিডবোটে কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এতে তাঁর হাতে গুলি লেগে তিনি মাটিতে শুয়ে পড়েন। পরে স্পিডবোটটি চলে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
সাড়া ঘাটের বালুমহালের ইজারাদার মেহেদী হাসানের অভিযোগ, লালপুরের একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে তাঁদের বৈধ বালুমহাল অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। বারবার এসে গুলি ছুড়ে ভয়ভীতি দেখাচ্ছে। এতে বালুমহালের শ্রমিকেরাসহ স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে আছেন। কৃষকেরা মাঠে কাজ করতে পারছেন না। তাঁরা দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করছেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল কজন
এছাড়াও পড়ুন:
পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক
গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
জনপ্রিয় মার্কিন পডকাস্ট দ্য জো রোগান এক্সপেরিয়েন্সে ইলন মাস্ক ৩আই/অ্যাটলাস নামের আন্তনাক্ষত্রিক বস্তু সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বস্তুটি কোনো ভিনগ্রহের মহাকাশযান হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেন, ‘আপনি যদি এটিকে সম্পূর্ণ নিকেল দিয়ে তৈরি করেন, তবে তা হবে একটি অত্যন্ত ভারী মহাকাশযান। এটি এমন একটি যান হতে পারে, যা একটি মহাদেশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার চেয়েও খারাপ কিছু ঘটাতে পারে। যদি আমি ভিনগ্রহের কোনো প্রমাণ সম্পর্কে জানতে পারি, তাহলে কথা দিচ্ছি আপনার অনুষ্ঠানে আসব। আর এখানেই তা প্রকাশ করব।’
অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি।
জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া