পাবনার ঈশ্বরদী উপজেলায় বালুমহাল দখল নিতে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে সোহান মোল্লা (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার সাড়া ইউনিয়নের ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহান মোল্লা ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরী পাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তিনি মাঠে গরুর ঘাস কাটছিলেন। পরে তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকি চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরের সীমান্তবর্তী বালুমহাল নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছে। বালুমহালের নিয়ন্ত্রণ নিতে প্রায়ই লালপুর থেকে স্পিডবোটে লোকজন এসে ঈশ্বরদী অংশের লোকজনের ওপর গুলি চালিয়ে ভয়ভীতি দেখান। গতকাল সকাল ১০টার দিকেও কয়েকজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এতে হাতে গুলি লেগে সোহান মোল্লা আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন সোহান মোল্লা বলেন, তিনি মাঠে গরুর ঘাস কাটছিলেন। এ সময় একটা স্পিডবোটে কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এতে তাঁর হাতে গুলি লেগে তিনি মাটিতে শুয়ে পড়েন। পরে স্পিডবোটটি চলে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সাড়া ঘাটের বালুমহালের ইজারাদার মেহেদী হাসানের অভিযোগ, লালপুরের একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে তাঁদের বৈধ বালুমহাল অবৈধভাবে দখল করার চেষ্টা করছে। বারবার এসে গুলি ছুড়ে ভয়ভীতি দেখাচ্ছে। এতে বালুমহালের শ্রমিকেরাসহ স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে আছেন। কৃষকেরা মাঠে কাজ করতে পারছেন না। তাঁরা দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করছেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল কজন

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ