স্টিভ জবসের কন্যা মডেল ইভ জবসের রাজকীয় বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন। অনুষ্ঠানের আয়োজনে খরচ হচ্ছে ৬৫ লাখ ডলার, যার মধ্যে এলটনের পারফরম্যান্সের জন্যই ধরা হয়েছে ১৯ লাখ ডলার! যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা।

ইভ জবসের বিয়ে
২৭ বছর বয়সী ইভ জবস বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান ও শো-জাম্পার হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম, আর ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁরা বাগ্‌দানের ঘোষণা দেন। বিয়ের আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।

এক ঘণ্টায় ১৯ লাখ ডলার!
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানকে একটি সূত্র জানিয়েছে, ‘এলটন জনকে এক ঘণ্টার জন্য গাইতে বলা হয়েছে। তিনি ইভ ও হ্যারির পছন্দের গানগুলো পরিবেশন করবেন। এলটনের কনসার্ট সস্তায় হয় না—পারিশ্রমিক হিসেবে তাঁকে ১৯ লাখ ডলার দেওয়া হচ্ছে। তবে আয়োজকেরা এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতেই এই খরচ করছেন।’

ইভ জবস। মডেলের ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জবস র

এছাড়াও পড়ুন:

প্রবীন সাংবাদিক আব্দুল্লার শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম

বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র  স্টাফ রিপোর্টার অসুস্থ্য প্রবীন সাংবাদিক এসএম আব্দুল্লাহ খোঁজ খবর নিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কলাবাগস্থ তার নিজ বাড়িতে এসে তারা এ খোঁজখবর নেন । ওই সময় সাংবাদিক এসএম আব্দুল্লাহর পাশে কিছুক্ষণ সময় কাটান ও তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক  আমির হোসেন,বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি মেহেদী হাসান রিপন,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফসহ বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,সাংবাদিক এসএম আব্দুল্লাহ গত শনিবার সকাল এগারোটার দিকে প্রচন্ড ভাইরাস জ্বড়ে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বাড়িতে টানা ৬ দিন যাবৎ তিনি অসুস্থ্য হয়ে শয্যাশায়ী রয়েছেন।

মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফারুক আহেমেদের নিবির পর্যবেক্ষণে আছেন তিনি। তবে বর্তমানে কিছুটা উন্নতি হলেও শংকা কাটেনি বলে জানা গেছে। 
 

সম্পর্কিত নিবন্ধ