সিডনির নাট্যপ্রেমী বাঙালিদের এক আত্মিক সন্ধ্যায় রূপ নিল ‘সখের থিয়েটার’-এর আয়োজিত ‘কিত্তনখোলা’ নাটকের পুনর্মিলনী অনুষ্ঠান। সিডনির মিন্টোতে জমিদারবাড়ি রেস্তোরাঁয় গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এ পুনর্মিলনী অনুষ্ঠান। স্থানীয় নাট্য সংগঠন সখের থিয়েটারের এই আয়োজনে নাট্যশিল্পীদের আবেগঘন উপস্থিতি ও দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ মিলিয়ে সৃষ্টি হয় এক ছোট্ট স্মৃতিময় মিলনমেলা।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক দুর্ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। এরপর শাকিল চৌধুরী ও আফসানা রুচির সঞ্চালনায় শুরু হয় সন্ধ্যার আনুষ্ঠানিকতা। সখের থিয়েটারের নির্দেশক শাহীন শাহনেয়াজ নাটকের শিল্পীদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, ভাগ করে নেন নানা স্মৃতির ঝাঁপি।

সাবেক ও বর্তমান শিল্পীদের কণ্ঠে ফিরে আসে রিহার্সালের দিনরাত্রি, মঞ্চের উল্লাস আর নাটকের অন্তরালের না বলা কাহিনি। শাওন, সাজু, হিল্লোল, মেহেদী, ফয়সাল, সায়েম, সুব্রত প্রমুখ নিজেরাই হয়ে ওঠেন একেকটি জীবন্ত চরিত্র।

সিডনির মিন্টোতে জমিদারবাড়ি রেস্তোরাঁয় গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রথম আলো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ