বার্মিংহ্যামের মাটিতে শনিবার অনুষ্ঠিত ফাইনাল যেন পরিণত হয়েছিল এবি ডি ভিলিয়ার্সের একক প্রদর্শনীতে। সাবেক এই প্রোটিয়া অধিনায়ক তার পরিচিত ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ রূপে ফিরেই ভেঙে দিলেন পাকিস্তান চ্যাম্পিয়ন্সের শিরোপার স্বপ্ন। দুরন্ত এক সেঞ্চুরির ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। শুরু থেকেই ব্যাটাররা ধরে রাখেন আক্রমণাত্মক মেজাজ। ইনিংসের মূল ভরসা হয়ে ওঠেন শারজিল খান, যিনি মাত্র ৪৪ বলে ঝড়ো ৭৬ রানের ইনিংস খেলেন। মারেন ৯টি চারের সঙ্গে ৪টি বিশাল ছক্কা। এছাড়া উমর আমিন (৩৬), আসিফ আলী (২৮), শোয়েব মালিক (২০) ও মোহাম্মদ হাফিজ (১৭) ছোট ছোট অবদান রাখেন।

২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৫। দক্ষিণ আফ্রিকার হয়ে হারদুস ভিলজোয়েন ও ওয়েন পারনেল দুটি করে উইকেট নেন। আর একটি উইকেট নেন দুয়ান্নে অলিভার।

আরো পড়ুন:

শেষ বলে জিতে সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ

১২৩ বছরের রেকর্ড ভেঙে জিততে পারবে কি ইংল্যান্ড?

১৯৬ রানের বড় লক্ষ্য সামনে রেখেও একটুও চাপে পড়েনি দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। পাওয়ার প্লের মধ্যেই তারা তোলে ৭২ রান। হাশিম আমলা ১৪ বলে ১৮ রান করে ফিরলেও রানরেট ততক্ষণে নিয়ন্ত্রণে।

এরপর মাঠজুড়ে একচ্ছত্র দাপট ছিল ডি ভিলিয়ার্সের। ব্যাট হাতে যেন সময়কে পিছনে ফেলে আবারও ফিরলেন তার প্রাইম ফর্মে। ধৈর্য ও আগ্রাসনের নিখুঁত মিশ্রণে মাত্র ৬০ বলে খেলেন দৃষ্টিনন্দন ১২০ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাট থেকে আসে ১২টি চার ও ৭টি ছক্কা।

সঙ্গী জেপি ডুমিনি ছিলেন তার মতোই কার্যকর। ২৮ বলে ৫০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ১৬.

৫ ওভারেই ম্যাচ শেষ করে দেয় দক্ষিণ আফ্রিকা, ২৩ বল হাতে রেখেই।

এই ইনিংসের মাধ্যমে টুর্নামেন্টে এটি ছিল ডি ভিলিয়ার্সের তৃতীয় শতক। পুরো আসরে তিনি করেছেন সর্বোচ্চ ৪২৯ রান। ফলে ম্যাচ সেরার পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড়।

যদিও এই টুর্নামেন্ট সাবেক খেলোয়াড়দের নিয়ে, তবু দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো বৈশ্বিক শিরোপা জেতার যা অপূর্ণতা ছিল ডি ভিলিয়ার্সের ক্যারিয়ারে, তা অনেকটাই মিটিয়ে দিলেন এই লিজেন্ডস লিগে। তার ব্যাটিং দেখে যেন মনে হলো— সময় থেমে গেছে। আর মাঠে আবারও ফিরেছে সেই পুরনো মহাতারকার রূপ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান চ্যাম্পিয়ন্স: ১৯৫/৫ (শারজিল ৭৬, উমর আমিন ৩৬)
দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স: ১৯৬/১ (ডি ভিলিয়ার্স ১২০*, ডুমিনি ৫০*)
ফল: দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: এবি ডি ভিলিয়ার্স
টুর্নামেন্ট সেরা: এবি ডি ভিলিয়ার্স (৪২৯ রান)।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।  

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।  

আরো পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। 

এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”  

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”   

এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।  

সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।  

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।  

এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ