কারণ ছাড়াই বাড়ছে আরো ৩ কোম্পানির শেয়ারদর
Published: 7th, September 2025 GMT
কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো তিনটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে।
কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে।
ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ।
রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কোম্পানি তিনটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি তিনটির কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের গত ১৪ আগস্ট শেয়ার দর ছিল ৪৪.
বিডিকম অনলাইনের গত ১৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ২৩.৩০ টাকা। আর গত ৪ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৩০ টাকা। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা বা ৪২ শতাংশ।
মুন্নু ফেব্রিক্সের গত ১৪ আগস্ট শেয়ার দর ছিল ১৪ টাকায়। আর গত ৪ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২০.৮ টাকায়। কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬.৮০ টাকা বা ৪৮ শতাংশ।
এভাবে কোম্পানিটিগুলোর শেয়ারের দাম দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
এর আগে রবিবার সকালে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার তথ্য- ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ম প ন ট র শ য় র দর স প ট ম বর র দর ব ড় ড এসই
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল