চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল বন্ধ
Published: 10th, September 2025 GMT
রাঙামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
কাপ্তাই হ্রদ হতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট তিন ফুট করে ছেড়ে রাখা হয়েছে।এতে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত হচ্ছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, “কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিওয়ের ১৬টি গেট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত বইছে। এ কারণে বুধবার সকাল হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। স্রোতের গতি কমলে পুনরায় ফেরি চালু করা হবে।”
এদিকে, হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় এই পথ ব্যবহারহারীদের দুর্ভোগে পড়তে হয়েছে। ফেরি বন্ধ থাকায় রাঙামাটির সাথে বান্দরবানের যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ অবস্থায় থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট বর্তমানে তিন ফুট করে খোলা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে আরো ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এতে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে গেছে।
ঢাকা/শংকর/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল