রাউজানে পাহাড়, টিলা কিংবা সমতল ভূমি– এমন কোনো জায়গা বাকি নেই যেখানে খননযন্ত্রের কোপ পড়েনি। সন্ধ্যা নেমে এলেই এক্সক্যাভেটরের (খননযন্ত্র) শব্দ আর সারিবদ্ধ ট্রাকের আওয়াজে রাতের ঘুম হারাম স্থানীয়দের। আবার কোথাও কোথাও মাটি কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ কিংবা কেউ সড়ক দিয়ে গাড়ি চালাচল বন্ধের চেষ্টা করলে ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। কোনো কোনো ঘটনায় গুলিও চালানো হচ্ছে। কখনও ঝাঁজড়া হচ্ছে প্রতিপক্ষের পা কিংবা শরীরের অংশ। একদিকে যন্ত্রতাণ্ডবে সাবাড় হচ্ছে রাউজানের পাহাড়-পর্বত, টিলা কিংবা সমতল ভূমি। অন্যদিকে, ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন মাটিখেকোদের কেউ কেউ। এমন চিত্র রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে একশ্রেণির দুষ্কৃতকারী বেপরোয়াভাবে মাটি কেটে বিক্রি করছে। এসব মাটি দ্বারা পুকুর, কৃষিজমি ভরাট করা হচ্ছে। শুধু রাজনৈতিক পরিচয়ধারী নন, ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়েও মাটি কাটার অভিযোগ অহরহ। অনেকে বলছেন ছাত্র প্রতিনিধিদের নাম ভাঙিয়ে সন্ত্রাসীরা এসব কাজ করছে। 
১৫ ডিসেম্বর মাটি কাটা নিয়ে কদলপুর ইউনিয়নের আশরাফ আলী হাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে একজন গুলিবিদ্ধ হন। ২ জানুয়ারি রাউজান ইউনিয়নের নাতোয়ানবাগিচা ও খলিলাবাদ এলাকায় আরও দুটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রতিরাতে মাটি কাটা নিয়ে দু’পক্ষের ফাঁকা গুলি শব্দে আতঙ্কিত এলাকার মানুষ।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে বেশ কয়েকটি টিলাভূমি কেটে মাটি বিক্রি করা হয়েছে। আবার কোথাও কোথাও কৃষিজমি কেটে মাছের ঘের তৈরি করা হচ্ছে। টিলাভূমির বিভিন্ন প্রজাতির বৃক্ষ নিধন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার আবদুল কাদের ওরফে কলা কাদেরসহ একটি সিন্ডিকেট মিলে ধারিচ্ছে টিলা নামক একটি টিলাভূমি কেটে মাটি বিক্রি করেছেন। অভিযোগ অস্বীকার করে আবদুল কাদের বলেন, ‘আমি কোনো টিলা কাটছি না, ইলিয়াছ নামে একজন কাটছে।’ হলদিয়া ইউনিয়নে আরও দুটি টিলাভূমি কাটা হচ্ছে বলে দাবি তাঁর।  নোয়াজিশপুর ইউনিয়ন ও আবদুল্লাহপুর ইউনিয়নের সীমানায় কৃষিজমির টপ সয়েল কেটে স্থানীয় পল্লী কানন কনভেনশন হলের পাশে বিশাল কৃষিজমি ভরাট করছেন মোহাম্মদ আবু নামে এক প্রভাবশালী ব্যক্তি। জানতে চাইলে তিনি সমকালকে বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে কৃষিজমি ভরাট করছি। কিছু অংশ কৃষিজমি কাটা হয়েছে।’ তিনি জেলা প্রশাসকের অনুমতিপত্র দেখাতে পারেননি। 
এদিকে ডাবুয়া ইউনিয়নের উত্তর আইলিখীল এলাকায়ও টিলাভূমি ও কৃষিজমি কেটে সাবাড় করা হচ্ছে। সেখানে বৃক্ষ নিধনও চলছে। এছাড়া রাউজান সদর ইউনিয়ন, কদলপুর, পাহাড়তলী, পূর্বগুজরা, পশ্চিম গুজরা ইউনিয়নেও চলছে যন্ত্রতাণ্ডব। মাটি কাটার সঙ্গে জড়িত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘আমরা প্রশাসনকে ম্যানেজ করে অনুমতিসাপেক্ষে মাটি কাটছি।’ 
অপরদিকে ১৫ জানুয়ারি বুধবার বিকেলে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অংছিং মারমা। পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। তবে একটি স্কেভেটর (খনন যন্ত্র) ও একটি ট্রাক জব্দ করে হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপকের জিম্মায় দেয়া হয়েছে। সূত্র জানায়, মুছা নামে এক ব্যক্তি জড়িত থাকার তথ্য পেয়েছে প্রশাসন।
পরিবেশ দূষণ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মীর মোহাম্মদ আসলাম সমকালকে বলেন, উপজেলাজুড়ে যন্ত্রতাণ্ডব চললেও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। পরিবেশ অধিদপ্তর কিংবা উপজেলা প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) অংছিং মারমা সমকালকে বলেন, ‘আমি নতুন আসছি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা না আসায় আমাকে পৌরসভার প্রশাসকের দায়িত্ব সহ ছয়টি দপ্তরের দায়িত্ব পালন করতে হচ্ছে। পাহাড় টিলাভূমি কাটার বিষয়ে নতুন ইউএনও আসলে অভিযান পরিচালনা করা হবে। এরপরও বসে নেই আমি। তথ্য পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ এল ক য়

এছাড়াও পড়ুন:

মেঘনায় নদীতে অবৈধ বালু তোলায় ব্যবহৃত ৭টি খননযন্ত্র ও ১টি বাল্কহেড জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত সাতটি খননযন্ত্র ও একটি বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এরপর বিকেলে ইউএনও রাফে মোহাম্মদ সেখানে অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সাতটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।

জব্দ করা খননযন্ত্রগুলো হলো মেসার্স আবির ট্রেডার্স, আবাবিল ড্রেজিং প্রকল্প, সাকিব সাব্বির লোড ড্রেজার, আতিবা আদিবা লোড ড্রেজার, আল্লাহ সর্বশক্তিমান ড্রেজার, গাউসিয়া লোড ড্রেজার ও জোন শাহ ড্রেজার। এ ছাড়া ‘জিয়া অ্যান্ড সাব্বির এন্টারপ্রাইজ’ নামের একটি বাল্কহেডও জব্দ করা হয়। এগুলো ভৈরব নৌ থানার জিম্মায় রাখা হয়েছে। অভিযানে আশুগঞ্জ থানা ও ভৈরব নৌ থানার একটি দল অংশ নেয়।

রাফে মোহাম্মদ বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

সম্পর্কিত নিবন্ধ

  • মেঘনায় নদীতে অবৈধ বালু তোলায় ব্যবহৃত ৭টি খননযন্ত্র ও ১টি বাল্কহেড জব্দ