আগামী জাতীয় সংসদে নির্ধারকের জায়গায় থাকবে এনসিপি: সারজিস
Published: 20th, October 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে নির্ধারকের জায়গায় থাকবে এনসিপি। আজ সোমবার দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘সরকারি দল হিসেবে এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি। বাংলাদেশে যদি তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে এবং প্রথম ও দ্বিতীয় দলের ভোট কাছাকাছি হয়, তাহলে তৃতীয় দলই নির্ধারণ করে কে সরকার গঠন করবে। এনসিপি সেই তৃতীয় শক্তি হিসেবে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শাপলা প্রতীক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। এনসিপি প্রত্যাশা করে, শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি শাপলা প্রতীক দিতে এনসিপির সঙ্গে অন্যায় করা হয়, তাহলে এই রাজপথে ও রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে। আমরা শাপলা প্রতীকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।’
সারজিস আলম বলেন, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সব পর্যায়ের কমিটি গঠন শেষ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলকে আরও শক্তিশালী করার কাজ চলছে।
সমন্বয় সভায় আরও ছিলেন কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘টাইফয়েড টিকা নিয়ে গুজব রটানো হচ্ছে’
টাইফয়েড টিকা নিয়ে গুজব রটানো হচ্ছে। টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক ডা. রাজেশ সিংহ।
তিনি বলেন, ‘‘শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দিতে গিয়ে কোনো গুজবে কান দেবেন না। সময়মত টাইফয়েড টিকা প্রদানে সচেতন নাগরিক হিসেবে সবাই সহযোগিতা করবেন বলে প্রত্যাশা।’’
সোমবার (২০ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় টাইফয়েড টিকা নিয়ে সাংবাদিকদের কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা কর্তৃপক্ষসহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন।’’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়ক) ডালিয়া ইয়াসমিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশাররফ হোসেন প্রমুখ।
ঢাকা/মনোয়ার/রাজীব