হামলায় তছনছ আ’লীগ নেতার বোনের বাড়ি
Published: 26th, January 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের এক নেতার বোনের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে আড়াইহাজার মডেলপাড়া এলাকায় এ হামলা হয়। এ সময় ওই বাড়ির বেড়া, দরজা-জানালাসহ আসবাব ভেঙে তছনছ করে দেওয়া হয়। ভুক্তভোগীরা আগেই প্রাণভয়ে পালিয়ে যান। তাদের ভাষ্য, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে।
ভুক্তভোগী ইমরানা আক্তার আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ মোল্লার বোন। নাঈম উপজেলার সরকারি সফর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তাঁর ভাষ্য, আড়াইহাজার মডেলপাড়ায় ছয় শতাংশ সরকারি জমি তাঁর বাবা তোফাজ্জল হোসেন বহু বছর আগে ইজারা নেন। তাঁর মৃত্যুর পর ২০ বছর আগে তারা দুই ভাই ও দুই বোনের নামে নতুন করে জমিটি ইজারা নেওয়া হয়। তিনি প্রতি বছর সরকারি খাজনা দিয়ে ইজারা নবায়ন করে আসছেন। সেখানে পাকাভিটার দুটি ঘর ও মুরগির ছোট একটি খামার নির্মাণ করে পরিবারের সঙ্গে বসবাস করছেন তাঁর বোন ইমরানা আক্তার।
নাঈমের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই প্রতিপক্ষ রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা ওই জমি থেকে ইমরানাকে উৎখাতে হুমকি-ধমকি দেওয়া শুরু করেন। এর জের ধরেই শনিবার রাত ২টার দিকে ৩০-৪০ জন সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে ইমরানার বাড়িতে হামলা চালায়। তারা রামদা, ছোরা, শাবল, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে ঘরের চারদিকের সব বেড়া, দরজা-জানালায় কোপাতে থাকে। এ সময় কৌশলে ৮ বছরের ছেলে তাসিমকে নিয়ে পালিয়ে যান ইমরানা। পরে বাড়ির ভেতর ঢুকে আসবাবপত্রসহ সব ভেঙে তছনছ করে দেয় হামলাকারীরা।
তিনি বলেন, তাঁর বোনের ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে ওই দুর্বৃত্তরা। এমনকি ঘরের বেড়া-দরজাগুলো পাশের খালে ফেলে দিয়েছে। এখন ইমারানার থাকার মতো কোনো জায়গাও নেই।
ইমরানা আক্তারের ভাষ্য, দুর্বৃত্তরা তাঁর নগদ ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান
আসবাব লুটে নিয়েছে। সব মিলিয়ে অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে
রোববার ইমারানা বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, রাত ২টার দিকে তারা হঠাৎ ইমরানার বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি ও ভাঙচুরের শব্দ শুনেছেন। তবে হামলাকারী কারা, সে সম্পর্কে ধারণা নেই। সকালে ঘরবাড়ি ভাঙচুরের দৃশ্য দেখেছেন। সংবাদ পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন
জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব