প্রকৃত জাতীয় ঐক্য করতে হলে শ্রমিকের ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, বাংলাদেশ আসলে মজুরের দেশ। এদেশের ১০ ভাগ জনগণ কৃষক, গার্মেন্টস শ্রমিক, কারখানার শ্রমিক, গৃহ শ্রমিক, দোকান শ্রমিক, পরিবহন শ্রমিক, আউটসোর্সিং শ্রমিক। একটি দেশ কেমন চলছে তা বোঝা যায় সে দেশের শ্রমজীবী মানুষ কেমন আছে কিংবা কতটা সম্মানজনক জীবন যাপন করছে। এই শ্রমিকের ভেতর নারী, পুরুষ, আদিবাসী, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রয়েছে। তাই প্রকৃত জাতীয় ঐক্য করতে হলে শ্রমিকের ঐক্য দরকার।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন অধ্যাপক তিনি। বন্ধ কারখানা চালু, বকেয়া মজুরি পরিশোধ, শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ ও মিথ্যা মামলায় শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, গত ১৬ বছর ধরে শ্রমিকদেরকে বিভিন্নভাবে অপমান করে বাংলাদেশে এক ভয়ংকর রকম স্বৈরশাসন কায়েম করা হয়েছে। প্রতিটি গণঅভ্যুত্থানের দিকে তাকালে শ্রমিকের আন্দোলনের শক্তি বুঝা যায়। থ্রি জিরো তত্ত্বের প্রতিষ্ঠাতা ড.

মুহাম্মদ ইউনুস এখন সরকারের দায়িত্বে। তিন শূন্যের এই তত্ত্বে রয়েছে কার্বন শূন্য, বেকারত্ব শূন্য এবং দারিদ্র শূন্য। অথচ জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন কারখানা বন্ধ হয়ে প্রায় ৫০ হাজার শ্রমিক বেকার হয়েছে। তাদের বকেয়া মজুরি এখনো পরিশোধ হয়নি।

তিনি আরও বলেন, আইএমএফ, এডিবির মতো প্রতিষ্ঠানের স্বার্থ বৈশ্বিক সাম্রাজ্যবাদী স্বার্থ। আইএমএফের তিন বছরে যে চার বিলিয়ন ডলার ঋণের জন্য সরকার যে জনবিরোধী শর্ত পূরণ করছে, সেই একই পরিমাণের ডলার প্রবাসী শ্রমিকরা এই দেশে প্রতি দুই মাসে প্রেরণ করে। হাশেম ফুড কারখানায় শ্রমিক হত্যার গণতদন্তে শিল্প পুলিশ বাতিল করার যে প্রস্তাব রাখা হয়েছিল, তা এখনও মানা হয়নি বলে জানান তিনি।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য লেখক ও গবেষক মাহতাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় এবং অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য প্রদান করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শামীম ইমাম, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নে সাধারণ সম্পাদক সত্যজিৎ বিশ্বাস, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি, আ ক ম জহিরুল ইসলাম, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুম রেজা, শ্রমজীবী আন্দোলনের আহ্বায়ক হারুন আর রশীদ ভূঁইয়া এবং চলচ্চিত্রকর্মী আকরাম খান। সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পাটকল শ্রমিক, লেদার শ্রমিক, জণগণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিনিধি, রাজনৈতিক কর্মী, লেখক, গবেষক, সাংবাদিক এবং অধিকারকর্মীরা সংহতি প্রকাশ করেছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: গণত ন ত র ক গ র ম ন টস

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ