খাগড়াছড়িতে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে আটক করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও রয়েছেন। এনিয়ে গত দুই দিনে ১৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো.

হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন, নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহসিন কলেজের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা সহ-সভাপতি অভি দে, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান জীবন।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অভি দেকে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে মহালছড়ির ২৪ মাইল নামক এলাকা থেকে আটক করা হয়। তিনি মহালছড়ি টিলাপাড়ার মৃত সূধীর দের ছেলে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বিপ্লবে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।

আরো পড়ুন:

মধ্যরাতে সিরাজগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন

মাকে গাছে বেঁধে ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. আরিফুল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন গ্রন্থাগারে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় আরিফুলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক নিংতম প্রথম আলোকে বলেন, তাঁকে কয়েকজন উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। জানানো হয়, তিনি ভবন থেকে পড়ে গেছেন। অবস্থা খারাপ দেখে সঙ্গে সঙ্গে তাঁকে এনাম মেডিকেলে পাঠানো হয়। তাঁর মুখে ক্ষত ছিল এবং দাঁত পড়ে গিয়েছিল।

ভবনটি নির্মাণ করছে অনিক ট্রেডিং করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ আছে। তবে কিছু শ্রমিক সেখানে থাকেন। দুপুরে ফোনে জানতে পারি, একজন শ্রমিক পড়ে গেছেন। সম্ভবত অসাবধানতাবশত হাঁটাচলার সময় এ ঘটনা ঘটে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক সুলতান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একজন রোগী এসেছিলেন। তিনি ছাদ থেকে পড়ে গেছেন। আমাদের হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম গতকাল রাতে বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, একজন শ্রমিক মারা গেছেন। এমন একটি ঘটনা আমাদের আগেই জানানো হয়নি কেন, তা জিজ্ঞাস করেছি। বিষয়টি প্রো-ভিসি (প্রশাসন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ