প্রিমিয়ার লিগে বহুদিন পর পুরনো রূপে দেখা মিলল ম্যানচেস্টার সিটির। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মিশরীয় তারকা মারমোউসের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ জানুয়ারি) ম্যাচের ১৯, ২৪ ও ৩৩ মিনিটে তিনটি গোল করেন মারমোউস, যা তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ইতিহাস গড়েন তিনি।

প্রথম গোলটিতে মারমোউসকে অ্যাসিস্ট করেন সিটি গোলরক্ষক এডারসন। এর মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টকারী গোলরক্ষকের কীর্তি গড়েন, যেখানে তার মোট ৬টি অ্যাসিস্ট রয়েছে, এর মধ্যে চলতি মৌসুমেই করেছেন ৩টি।

মারমোউসের দ্বিতীয় গোলের যোগান দেন ইলকায় গুন্দোয়ান, আর তৃতীয় গোলটি আসে সাভিনিওর চমৎকার পাস থেকে। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ম্যাচের ৮৪তম মিনিটে দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন জেমস ম্যাকাটি।

এই জয়ে লিগের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি, তাদের সংগ্রহ ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭ (২৪ ম্যাচে)। এ হারে ৭ম স্থানে নেমে গেছে নিউক্যাসল, যাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়।

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

হেগসেথ–রাজনাথ সিং আলাপের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ