ল্যুভর জাদুঘরে শ্রমিকের বেশে ঢুকে ৪ মিনিটেই কাজ সেরে ফেলে চোরের দল
Published: 20th, October 2025 GMT
প্রথমে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘর ‘বিশেষ কারণে’ বন্ধ ঘোষণা করা হয়। তারপর জানা যায়, সেখানে ঘটে গেছে দুর্ধর্ষ এক চুরির ঘটনা। চোরের দল এত দ্রুত ও দক্ষতার সঙ্গে চুরি করেছে যে কারও কারও কাছে এটিকে হলিউডের সিনেমার গল্প মনে হয়েছে।
গতকাল রোববার একটি ভাঁজ করা মই ব্যবহার করে এক দল চোর জানালা ভেঙে ল্যুভর জাদুঘরে প্রবেশ করে। তারা জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে আটটি মূল্যবান রত্নালংকার চুরি করে মোটরবাইকে করে পালিয়ে যায়।
দুর্ধর্ষ এই চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ এই জাদুঘরের নিরাপত্তাব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ বলেছে, বৈদ্যুতিক সরঞ্জাম, মোটরসাইকেল ও দারুণ দক্ষতার মিশেলে চোরের দল দুর্ধর্ষ এই চুরিতে সফল হয়েছে।চোরের দলকে ধরতে রোববার প্যারিসজুড়ে অভিযান চালানো হয়েছে। লেওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’র আবাসস্থল হিসেবে পরিচিত ল্যুভর জাদুঘরটি পুলিশ ঘিরে রেখেছে।
ফ্রান্স সরকার ও জাদুঘরের কর্মকর্তারা বলেছেন, রোববার জাদুঘর খোলার কিছুক্ষণ পরই কয়েকজন অনুপ্রবেশকারী একটি জানালার ভেতর দিয়ে অ্যাপোলো গ্যালারিতে ঢোকেন। এ জন্য তাঁরা আসবাব তোলার একটি মই ব্যবহার করেন।
মাত্র চার মিনিটের মধ্যে চোরের দল জাদুঘরের ভেতরে প্রবেশ করে নেপোলিয়ন যুগের আটটি মূল্যবান রত্নালংকার নিয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাওয়ার পথে তারা আরেকটি মূল্যবান অলংকার ফেলে রেখে যায়।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চুরির এই ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘যে ঐতিহ্যকে নিয়ে আমরা গর্বিত হই, এটি তার ওপর একটি আক্রমণ।’
ফরেনসিক দলের একজন সদস্য ল্যুভর জাদুঘরের একটি জানালা পরিদর্শন করছেন। এই জানালা ভেঙেই চোর জাদুঘরের ভেতরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জ দ ঘর জ দ ঘর র চ র র দল প রব শ র একট
এছাড়াও পড়ুন:
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২৫ নভেম্বর
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি।
শিক্ষাগত যোগ্যতা১. এসএসসি ও সমমান–২০২৫
# প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে:
বিজ্ঞানে জিপিএ–৫.০০, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.৭৫।
# প্রবাসে মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে:
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.০০।
২. এইচএসসি ও সমমান–২০২৪
# প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে:
বিজ্ঞানে জিপিএ–৪.৮০, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.৫০।
# প্রবাসে মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে:
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ–৪.০০।
আরও পড়ুনসাইনবোর্ডে ‘কলেজ’, লেখাপড়া নেই ৫ ঘণ্টা আগে৩. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং–২০২৪
# প্রবাসে কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে:
জিপিএ–৩.৫০।
# প্রবাসে মৃত প্রবাসী কর্মীর সন্তানের ক্ষেত্রে:
জিপিএ–৩.০০।
শর্তাবলি১. মা–বাবা প্রবাসী কর্মী হওয়ার সপক্ষে প্রমাণ।
২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মুঠোফোন নম্বরসহ প্রত্যয়নপত্র।
৩. প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে দূতাবাসের প্রত্যয়নপত্র।
৪. শিক্ষার্থীর যেকোনো ব্যাংকের হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।
৫. শিক্ষার্থীর এক কপি ছবি ও স্বাক্ষর।
৬. শিক্ষার্থীর এনআইডি কার্ডের কপি।
আরও পড়ুনজাপানে জাতিসংঘের ইন্টার্নশিপ, চলছে আবেদন৯ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ১. এসএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর।
২. এইচএসসি ও সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর বা স্নাতক সম্মান পর্যায়ে চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছরের বৃত্তি প্রদান করা হবে।
৩. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চার বছরের বৃত্তি প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া১. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিংক:
২. অনলাইনে আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২৫।
# বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট
আরও পড়ুনট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে চারটি সার্টিফিকেট কোর্স, যোগ্যতা এইচএসসি পাস১ ঘণ্টা আগে