কাবাডি টেস্ট সিরিজে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ
Published: 22nd, February 2025 GMT
বাংলাদেশ জাতীয় কাবাডি দল দারুণ এক জয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে। সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টে জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
এই সিরিজের মধ্য দিয়ে ৫১ বছর পর বাংলাদেশে ফিরেছে কাবাডি টেস্ট সিরিজের ঐতিহ্য। সর্বশেষ ১৯৭৪ সালে দেশে প্রথমবারের মতো কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বারের মতো শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাল বাংলাদেশ।
ইতিহাস ও পরিসংখ্যানের দিক দিয়ে নেপালের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। এখনো পর্যন্ত কখনো নেপালকে হারানোর সুযোগ পায়নি প্রতিপক্ষ দলটি। সেই ধারাবাহিকতা বজায় রেখে সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিল স্বাগতিকরা। প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। নেপালকে চাপে রেখে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় মিজানুর রহমানের দল। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৫৩-২৯ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল (রবিবার) বিকেল সাড়ে তিনটায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা