ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নেতৃত্বে রানা-সোহেল
Published: 28th, February 2025 GMT
বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জহিরুল হক রানা। সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল।
সভায় সর্বসম্মতিক্রমে বাসস’র জহিরুল হক রানাকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নাসির আল মামুন (দৈনিক আজকাল), শাহ মোহাম্মদ মনোয়ার জাহান কবীর (দিনকাল), শফিকুল ইসলাম শামীম (ইনকিলাব) ও গাযী আনোয়ার (নিউ নেশন)।
যুগ্ম সম্পাদক হয়েছেন মেহেদী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), শহিদুল ইসলাম রানা (বাসস), মিজানুর রহমান (মিজান রহমান) প্রতিদিনের সংবাদ ও জাওহার ইকবাল খান (বাংলাদেশর আলো)।
এছাড়াও কোষাধ্যক্ষ জাকির হোসেন (আজকের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো.
নির্বাহী সদস্যরা হলেন- আবদুস সালাম হাওলাদার বাচ্চু (বাংলাদেশ টুডে), রেজাউল করীম বাবুল (সরাসরি), রফিক উল্লাহ সরকার (ডেইলি স্টেট), রফিকুল ইসলাম সুজন (যুগবার্তা), শাহ আলম ডাকুয়া (নতুন সংবাদ), মাসুম বিল্লাহ (দিগন্ত টেলিভিশন), মাসুম মিজান (সময়), জিলানী মিল্টন (নয়া দিগন্ত), কামরুল ইসলাম (সমকাল), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), মাহমুদা ডলি (আমার দেশ), তাপসী রাবেয়া আঁখি (দেশ রূপান্তর), মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি), সাইরাস মাহমুদ (জিটিভি), মিজানুর রহমান সবুজ (বাংলাভিশন), বশির হোসেন খান (জনবাণী), মহসিন স্বপন (মুক্ত খবর), জিনিয়া কবির সূচনা (চ্যানেল ২৪), ফররুখ বাবু (বাংলাভিশন), শাকিল আহমেদ (সময়ের আলো), মো. জিয়াউর রহমান (নতুন কাগজ), এইচ আর শফিক (সকালের সংবাদ) ও মেহেদী হাসান (রূপছায়া)।
ঢাকা/হাসান/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন ল ইসল ম গঠন ক
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে জমি নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে নিহত, ছোট দুই ভাইসহ আটক ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খাজা আহমেদ (৫৫)। এ ঘটনায় তাঁর ভাই নুর মোহাম্মদ খান (৫০) ও শাহজালাল (৪০) এবং শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) আটক করেছে পুলিশ। তাঁদের সবার বাড়ি চির্কা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌথ শরিকানা জমির রাস্তা নিয়ে দুই ভাই খাজা আহমেদ ও নুর মোহাম্মদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল রাতেও তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। রাত সাড়ে ১১টার দিকে নুর মোহাম্মদ খান হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা খাজা আহমেদকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত নুর মোহাম্মদ খানসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।