রূপগঞ্জে নিম্ম আয়ের ৭ হাজার মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
Published: 1st, March 2025 GMT
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাজসেবক আনছর আলীর অর্থায়নে নিম্ম আয়ের ৭ হাজার মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী পৌছেঁ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপী নৌকার মাঝি, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়েও আনছর আলী নিম্ম আয়ের মানুষের বাড়িবাড়ি ত্রাণ পৌছেঁ দিয়েছেন। এছাড়া প্রতিবছরই আনছর আলী নিম্ন আয়ের মানুষের কাছে রমজানের বাজার, ঈদ সামগ্রী ও কারফিউ চলাকালীন সময়েও মানুষের পাশে দাড়িয়েছিলেন তিনি।
সমাজসেবক আনছর আলী বলেন, আমি সবসময় চেষ্টা করি নিম্ম আয়ের মানুষের পাশে দাড়াতে। করোনাকালীন সময়ে মাঠে থেকে মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌছেঁ দিয়েছি। সামনেই মাহে রমজান। নিন্ম আয়ের মানুষ গুলো অনেকেরই রমজানের বাজার করার সামর্থ্য নেই।
এ কারণে ট্রলার, ট্রাক ও ইজিবাইকসহ নানা ভাবে ৭ মানুষের মাঝে বাড়ি বাড়ি রমজানের খাদ্য সামগ্রী পৌছেঁ দিয়েছি। সামনে ঈদের আগে আবার তাদের বাড়িবাড়ি ঈদ সামগ্রী পৌছেঁ দেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ রমজ ন ন র য়ণগঞ জ আয় র ম ন ষ র ন ম ম আয় র রমজ ন র
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত