টানা ১১ সপ্তাহ ধরে মজুরি ও রেশন পাচ্ছেন না সিলেট বুরজান চা বাগান, বুরজান চা কারখানা, দড়াগাং চা বাগান ও কালাগুল চা বাগানের শতাধিক শ্রমিক। বেতন ভাতা না পেয়ে চা শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপ-পরিচালক বরাবর ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন তারা।

রোববার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অবিলম্বে ১১ দফা দাবি মেনে তাদেরকে দূর্ভোগ থেকে মুক্তির দাবি জানানো হয়। 

উল্লেখযোগ্য দাবিগুলো হল, ১১ সপ্তাহ ধরে বন্ধ থাকা মজুরী দেওয়া, বাগান সরদারদের মাসিক বেতন  দেওয়া, চা শ্রমিকদের সাপ্তাহিক রেশন প্রদান, বাগানের মাসিক বেতন প্রাপ্ত শ্রমিকদের বেতন প্রদান, ৮ মাস ধরে চা শ্রমিকদের কর্তনকৃত পিএফ টাকা ফান্ড অফিসে জমা, শ্রমিকদের চিকিৎসা ও ওষুধ প্রদান, শ্রমিকদের নিয়মিত বসত বাড়ি নির্মাণ, টিন, কাঠ, দরজা, জানালা প্রদান, শ্রমিকদের এরিয়া বকেয়া টাকা ও বকেয়া বোনাসের টাকা প্রদান, আইন মোতাবেক খাবার পানি ও স্যানিটেশন প্রদান এবং চা বাগানের অবসরে থাকা শ্রমিকদের ফান্ডের টাকা দেওয়া।

স্মারকলিপিতে তারা জানান, বাগান কর্তৃপক্ষ চা বাগানের গাছ কেটে বিক্রয় করছে কিন্ত শ্রমিকদের দেনা পাওনা মজুরী, রেশন প্রদান করছে না। তারা জানান, চা বাগানের শ্রমিকরা যথাযথ মজুরী না পাওয়ায় তাদের সন্তানরা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না।

বাগান পঞ্চায়েত কমিটির নেতারা জানান, ১১ দফা দাবিতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বাগান বন্ধ হলে বা  শ্রমিকরা কর্ম বিরতিতে গেলে ক্ষতির দায়ভার বাগান কর্তৃপক্ষ ও বাগান মালিককে বহন করতে হবে।

সিলেট ভ্যালির সাধারণ সম্পাদক দেবু বাউরির সভাপতিত্বে ও সোহাগ ছত্রী ও আতাউর রহমানা শামীমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কালাগুল চা বাগানের সভাপতি রনজিত নায়েক, দড়াগাংচা বাগানের কমল চাষা, খাদিম চা বাগানের সমুজ আলী, জাফলংয়ের সজল চাষা, লাক্কাতুরার বিরেন সিং,হিলুয়াছাড়ার শিপন পাল, বুরজান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রতি লাল, প্রত্যাশা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইদুল ইসলাম সুহেল প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ম রকল প

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ