ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগ: ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
Published: 12th, March 2025 GMT
পাবনার চাটমোহরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মামলাটি করেন ভুক্তভোগীর ছাত্রীর বাবা। মামলা নম্বর ৮।
মামলার আসামিরা হলেন- হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন (২৫) এবং তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।
আরো পড়ুন:
শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার
যুবলীগ নেতার ১৩ বছরের কারাদণ্ড
এর আগে, উপজেলার হরিপুর ইউনিয়নে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ছাত্রী বলেন, “দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন বিরক্ত করত। নানা রকম কুপ্রস্তাব দিত। আমি তাদের প্রস্তাবে সাড়া দেইনি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে আসে। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।”
তিনি আরো বলেন, “এ সময় রতন ও মামুন আমার মুখ চেপে ধরে বাইরে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। আমি ও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি।”
হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, “অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক।”
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী বেলেন, “মামলা রুজু হওয়ার পরপরই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব।”
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//