রাজনীতিতে জড়িয়ে নানা দিক থেকেই বিপদে আছেন ইলন মাস্ক। সরকারি ব্যয় হ্রাস বিভাগের প্রধান হিসেবে ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীর মার্ক রুবিওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। সেই সঙ্গে কমছে টেসলার শেয়ারের দাম এবং তাঁর সম্পদমূল্য।

এ পরিস্থিতিতে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলার গাড়ি কিনেছেন। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ইলন মাস্কের প্রতি সমর্থন জানাতেই তাঁর ওই ঘোষণা। কিন্তু ঘটনাচক্রে সেদিনই ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছে টেসলা।

বিবিসির সংবাদে বলা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য শুল্ক আরোপের কারণে বিরূপ প্রভাব পড়তে পারে বলে চিন্তিত টেসলা। সে বিষয়েই চিঠি দেয় তারা। চিঠি দেবেই না বা কেন, চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম কমেছে ৪০ শতাংশ।

টেসলার পক্ষ থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে সম্বোধন করা স্বাক্ষরবিহীন চিঠির কথা জানা যাচ্ছে। সেখানে ইলন মাস্কের কোম্পানি বলেছে, তারা ন্যায্য বাণিজ্যনীতির পক্ষে। কিন্তু যে বিষয়ে তারা উদ্বিগ্ন, সেটা হলো অন্যান্য দেশ মার্কিন শুল্কের ‘প্রতিশোধ’ নিলে মার্কিন রপ্তানিকারকেরা ক্ষতির মুখে পড়তে পারেন।

টেসলার শেয়ারের দাম কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং গত বছর বিক্রি কমে যাওয়া নিয়ে উদ্বেগের কথা বলেছেন বিশ্লেষকদের একাংশ। চিঠিতে টেসলা জানিয়েছে, গাড়ি ও ব্যাটারির জন্য স্থানীয় সরবরাহকারীদের খুঁজে বের করতে ব্যবসার নীতিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। বিদেশের বাজারের ওপর নির্ভরতা যেন কমে, সেটা নিশ্চিত করাই মূল লক্ষ্য। কিন্তু তারপরও আশঙ্কা থাকছে।

২০১৮ সাল থেকেই যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করেছে। এবার ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ট্রাম্প চীন থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। পাল্টা বেইজিংও শুল্ক আরোপ করেছে। সমস্যা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পর চীনই টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার। ফলে ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের অংশ হলেও এই বাণিজ্যযুদ্ধের আঁচ থেকে তিনি বাঁচতে পারছেন না। বিশ্লেষকেরা এটাই স্বাভাবিক বলে মনে করেন; কারণ, বাণিজ্যযুদ্ধ শুরু করে প্রতিপক্ষের ক্ষতি যতটা করা যায়, নিজের ক্ষতিও তার চেয়ে বিশেষ কম হয় না।

চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকেই একের পর এক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন মাস্ক। ট্রাম্প সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) নামে নতুন একটি বিভাগ খুলে তার দায়িত্ব দিয়েছেন মাস্ককে, যে বিভাগের মাধ্যমে সরকারের ব্যয় হ্রাস এবং কর্মী সংকোচনের লক্ষ্য নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে মাস্কের সমর্থনে ট্রাম্প বলেছেন, ‘বাম কট্টরপন্থী উন্মাদেরা’ টেসলা বর্জনের চেষ্টা করছে; কিন্তু মাস্কের প্রতি তাঁর আস্থা ও সমর্থন আছে। সেই সমর্থন দেখাতেই তিনি ঘটা করে টেসলার গাড়ি কিনেছেন। তাঁর কাছে টেসলার কর্ণধার ইলন মাস্ক মহান আমেরিকান। যদিও টেসলার ওই চিঠি সম্পর্কে ট্রাম্প জানেন কি না, সে বিষয়ে বিবিসির সংবাদে কিছু বলা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইলন ম স ক

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।

কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

আরো পড়ুন:

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা

তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ