কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারলেন না কামাল মজুমদার, পেলেন চেয়ার
Published: 24th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কাফরুলে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায়
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। একই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
আদালতের কাঠগড়ায় বসার জন্য কামাল আহমেদ মজুমদারকে কাঠের চেয়ার দেওয়া হয়। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতের কাঠগড়ায় তাকে তোলা হয়।
সকাল ১০টা ৮ মিনিটে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে কাঠগড়ায় তোলা হয়। এসময় হেলমেট, বুলেট প্রুভ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। আসামিদের মধ্যে কামাল আহমেদ মজুমদারকে দুই পুলিশ সদস্য ধরে আদালতে তোলেন। আদালতে তোলার পর তার হেলমেট খোলা হয়। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। এসময় সাবেক মেয়র আতিকুল ইসলাম কামাল আহমেদ মজুমদারকে বসতে দেওয়ার জন্য চেয়ার দিতে আদালতের কাছে অনুরোধ করেন। তখন আদালতের এক কর্মচারী আতিকুল ইসলামের কাছে কাঠের চেয়ার দেন। এরপর ১০ টা ১৩ মিনিটের দিকে চেয়ারে বসেন কামাল আহমেদ মজুমদার। পুরা শুনানি চলাকালে তিনি চেয়ারে বসে ছিলেন। মাঝেমধ্যে কাঠগড়ার লোহার বেরিকেডে মাথা নিচু ছিলেন। এসময় তার বাম হাতে হাতকড়া ছিল। শুনানি শেষে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে আবার হাজতখানায় নেওয়া হয়।
গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ঢাকা/মামুন/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম ক ঠগড় য়
এছাড়াও পড়ুন:
শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জীবনের গল্পটাই যেন এক সিনেমা। দিল্লির এক তরুণ থেকে মুম্বাইয়ের মান্নাত বাড়ির মালিক হয়ে ওঠা, কোটি ভক্তের ভালোবাসায় স্নাত এক তারকা—এই যাত্রা সহজ ছিল না। কিন্তু এই সাফল্যের শুরুটা ছিল বেশ রোমাঞ্চকর ও খানিকটা অবিশ্বাস্য। আজ শনিবার অভিনেতার ৬০তম জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক অভিনেতার ক্যারিয়ারের শুরুর দিকের এক ঘটনা, যা এত দিন আড়ালেই ছিল।
শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক বিবেক বাসওয়ানি সম্প্রতি রেডিও নাশার এক সাক্ষাৎকারে সেই শুরুর দিনের এক ঘটনা শেয়ার করেছেন, যেদিন ‘কিং খান’ প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলেন অভিনেত্রী ও পরিচালক হেমা মালিনীর সঙ্গে।
‘হেমা মালিনী ফোন করেছেন!’
বিবেক বলেন, ‘সেদিন আমি বুঝলাম, আমি সত্যি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছি। হঠাৎ একদিন আমাদের বাড়িতে ফোন আসে। আমার বাবা ফোন ধরেন, ওপাশ থেকে কেউ বলছেন, “আমি হেমা মালিনী বলছি।” বাবা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, “হেমা মালিনী মানে সেই সুপারস্টার?” তারপর তিনি আমাকে ঘুম থেকে টেনে তুলে বললেন, “হেমা মালিনী ফোন করেছে!”’