রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে মুরগির মাংসের একটি পদ। পুরোটা নয়, দেওয়া হচ্ছে একটি মুরগির অর্ধেক মাংস। আর খাবারের সেই পদের দাম রাখা হচ্ছে ৮ হাজার টাকা (৬৬ ডলার)। এমনটিই ঘটছে চীনের সাংহাই শহরের একটি রেস্তোরাঁয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের ভাষ্য, তাদের রান্না করা মুরগিগুলো ‘দুধ খেয়ে আর গান শুনে’ বড় হয়েছে। তাই দামটা বেশি।

ওই রেস্তোরাঁর নাম সাংহাই ক্লাব। সম্প্রতি সেখানে খাবার খেতে যাওয়া এক ব্যক্তি ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করেন। মুরগির পদটির দাম দেখে রীতিমতো হকচকিয়ে ওঠার পর বিষয়টি সম্পর্কে জানতে চান রেস্তোরাঁর এক কর্মচারীর কাছে। তিনি বলেন, গান শুনে ও দুধ খেয়ে বড় হওয়া বিশেষ এই মুরগিগুলো ‘সানফ্লাওয়ার চিকেন’ জাতের। এই জাতটি খুবই বিরল।

এই জাতের মুরগি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি মাত্র খামারে লালন–পালন করা হয়। অনলাইনে ওই খামারের প্রকাশিত তথ্য অনুযায়ী, সানফ্লাওয়ার চিকেন জাতের মুরগিকে সূর্যমুখী গাছের কাণ্ড ও ফুলের নির্যাস খাওয়ানো হয়। তবে এই খাবার নিয়ে তেমন একটা সমস্যায় পড়তে হয় না খামারটিকে। কারণ, সেখানে সূর্যমুখী চাষও করা হয়।

সানফ্লাওয়ার চিকেন আরও বেশি দামে বিক্রি হয়ে থাকে। পুরো একটি মুরগির দাম পড়তে পারে ১৪০ ডলার বা প্রায় ১৭ হাজার টাকা। এই মুরগিগুলোকে গান শোনানোর বিষয়টি স্বীকার করেছেন গুয়াংডংয়ের ওই খামারের এক কর্মী। তবে দুধ খাওয়ানোর বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন তিনি।

মুরগির মাংসের পদটির দাম শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিঠাট্টা করতে ছাড়ছেন না লোকজন। চীনের শানক্সি প্রদেশের একজন লিখেছেন, ‘আমার মুরগিগুলোর দাম কি ৩৪ হাজার টাকা (২৬০ ডলার) রাখতে পারব? আমি সেগুলোকে শানস্কি গান শুনিয়ে বড় করেছি।’ আরেকজন লিখেছেন, ‘পণ্য বিক্রির জন্য আজগুবি গল্প ফাঁদা হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম রগ গ ল ম রগ র

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদন যেভাবে—

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ