‘প্রিয় অভিভাবক’, ‘ব্রেকিং নিউজ’ কোন চ্যানেলে
Published: 6th, April 2025 GMT
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের সপ্তম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এনটিভি
সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘বাঁধনহারা’। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্রিয় অভিভাবক’। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, রুকাইয়া জাহান চমক, রাশেদ সীমান্ত। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রুবাইয়া এশা, কচি খন্দকার। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘প্রেম আমার’। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘প্রণয় ফাল্গুনে’। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘সন্ধ্যায় সমাধান’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি। রাত ১২টা ১ মিনিটে ‘তারুণ্যের গান’। ব্যান্ড সহজিয়া।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।