ছায়ানটের বর্ষবরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি
Published: 7th, April 2025 GMT
ভোর সোয়া ৬টায় রাগ আলাপের মধ্য দিয়ে রমনা বটমূলে ছায়ানট বর্ষবরণ ১৪৩২ এর সূচনা হবে। এরপর সম্মেলক সংগীত, একক সংগীত, কবিতা আবৃত্তি, নির্বাহী সভাপতি ডা.সারোয়ার আলীর কথন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাড়ে ৮টায় শেষ হবে ছায়ানটের আয়োজন।
১৫টি একক গান, ৮টি সম্মেলক গান ও ২টি কবিতা আবৃত্তি থাকছে এবারের আয়োজনে। প্রায় ১৫০ জনের মতো শিল্পী ও যন্ত্রশিল্পীর সম্মিলনে আয়োজিত বর্ষবরণের এবারের প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয় বর্ষবরণ মহড়া।
এসব তথ্য জানিয়েছেন ছায়ানটের জেষ্ঠ্য সমন্বয়ক রশিদ আল হেলাল। এবারের বর্ষবরণে একমাত্র ব্যতিক্রম সনজীদা খাতুনের কথনের জায়গায় ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ য় নট
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব