ছায়ানটের বর্ষবরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি
Published: 7th, April 2025 GMT
ভোর সোয়া ৬টায় রাগ আলাপের মধ্য দিয়ে রমনা বটমূলে ছায়ানট বর্ষবরণ ১৪৩২ এর সূচনা হবে। এরপর সম্মেলক সংগীত, একক সংগীত, কবিতা আবৃত্তি, নির্বাহী সভাপতি ডা.সারোয়ার আলীর কথন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাড়ে ৮টায় শেষ হবে ছায়ানটের আয়োজন।
১৫টি একক গান, ৮টি সম্মেলক গান ও ২টি কবিতা আবৃত্তি থাকছে এবারের আয়োজনে। প্রায় ১৫০ জনের মতো শিল্পী ও যন্ত্রশিল্পীর সম্মিলনে আয়োজিত বর্ষবরণের এবারের প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয় বর্ষবরণ মহড়া।
এসব তথ্য জানিয়েছেন ছায়ানটের জেষ্ঠ্য সমন্বয়ক রশিদ আল হেলাল। এবারের বর্ষবরণে একমাত্র ব্যতিক্রম সনজীদা খাতুনের কথনের জায়গায় ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ য় নট
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।