ছায়ানটের বর্ষবরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি
Published: 7th, April 2025 GMT
ভোর সোয়া ৬টায় রাগ আলাপের মধ্য দিয়ে রমনা বটমূলে ছায়ানট বর্ষবরণ ১৪৩২ এর সূচনা হবে। এরপর সম্মেলক সংগীত, একক সংগীত, কবিতা আবৃত্তি, নির্বাহী সভাপতি ডা.সারোয়ার আলীর কথন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাড়ে ৮টায় শেষ হবে ছায়ানটের আয়োজন।
১৫টি একক গান, ৮টি সম্মেলক গান ও ২টি কবিতা আবৃত্তি থাকছে এবারের আয়োজনে। প্রায় ১৫০ জনের মতো শিল্পী ও যন্ত্রশিল্পীর সম্মিলনে আয়োজিত বর্ষবরণের এবারের প্রতিপাদ্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’। গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয় বর্ষবরণ মহড়া।
এসব তথ্য জানিয়েছেন ছায়ানটের জেষ্ঠ্য সমন্বয়ক রশিদ আল হেলাল। এবারের বর্ষবরণে একমাত্র ব্যতিক্রম সনজীদা খাতুনের কথনের জায়গায় ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ য় নট
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা