ইন্টার পরীক্ষার আগে রাফিনিয়া-ফারমিনে বার্সার উড়ন্ত জয়
Published: 4th, May 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে লা লিগা শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রেলিগেশন নিশ্চিত হওয়া রিয়াল ভায়াদোলিদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে বদলি নেমে রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে জয় নিশ্চিত করে কাতালানরা।
স্পেনে প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর বুধবার সান সিরোতে দ্বিতীয় লেগে নামবে বার্সা। সেই ম্যাচের কথা মাথায় রেখে এদিন মূল একাদশে বেশকটি পরিবর্তন আনেন কোচ ফ্লিক। তবে দলের শুরুটা ছিল হতাশাজনক। ম্যাচের ৬ মিনিটেই রিয়াল ভায়াদোলিদকে এগিয়ে দেন ইভান সানচেজ। তার শট বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করে জালে জড়ায়। সেপ্টেম্বরের পর এ ম্যাচেই প্রথমবার মাঠে নামেন এই জার্মান গোলরক্ষক।
কাতালানরা প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে পারেনি। আরও দুঃসংবাদ আসে যখন অভিষেক ম্যাচেই কাঁধে ইনজুরিতে পড়েন তরুণ মিডফিল্ডার দানি রদ্রিগেজ। মাত্র আধা ঘণ্টা খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। মিনিট দুয়েক ওয়ার্ম আপ করে ৩৮তম মিনিটে মাঠে আসেন লামিনে ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ংকে মাঠে নামান বার্সেলোনা কোচ। তাতে সফরকারীদের খেলার গতি বাড়ে। সেটার ফল আসে ম্যাচের ৫৪ মিনিটে। ইয়ামালের ক্রসে একটুর জন্য হেড করতে পারেননি আরাউহো। এগিয়ে এসে বল ক্লিয়ার করেন ভায়াদোলিদের গোলরক্ষক। তবে সেই বল পেয়ে যান রাফিনিয়া। ঠাণ্ডা মাথার শটে গোল করে বার্সাকে সমতা এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মাত্র ৬ মিনিট পর গোলের দেখা পান ফারমিন লোপেজ। এবারের মৌসুমে দুর্দান্ত খেলছেন তিনি। বক্সের বাইরে থেকে তার নিচু শট জড়িয়ে যায় জালে। শেষ দিকে ইয়ামাল একটি নিশ্চিত গোলের সুযোগ পেলেও তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার আন্তোনিও কানদেলা। শেষ পর্যন্ত লা লিগায় পয়েন্ট টেবিলের দুই প্রান্তে থাকা দুই দলের ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।
এই জয়ে ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে, যারা রোববার সেল্টা ভিগোর মুখোমুখি হবে। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি। এর মধ্যে একটিতে বার্সেলোনা ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে নামবে ক্লাসিকো লড়াইয়ে।
সপ্তাহখানেক আগে কোপা দেল রে'র ফাইনালে রিয়ালকে হারিয়েই ট্রেবল জয়ের স্বপ্ন বুনতে শুরু করে বার্সেলোনা। এখন অপেক্ষা, ইন্টার মিলানের বিপক্ষে বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগে কেমন পারফর্ম করে তারা। তার আগে এই জয় নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস দেবে কাতালানদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সূর্য কি সত্যিই জেগে উঠছে
সৌরজগতে উষ্ণতা থেকে শুরু করে ভর আর সব গ্রহের কক্ষপথের স্থিতিশীলতা দিচ্ছে সূর্য। আমাদের পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় অবস্থা তৈরির জন্য সূর্যের অবস্থান গুরুত্বপূর্ণ। তবে নাসার বিজ্ঞানীদের ধারণা, শক্তিশালী সূর্য জেগে উঠেছে। আমাদের সূর্য অপ্রত্যাশিতভাবে তার কার্যকলাপ বৃদ্ধি করতে শুরু করেছে। এতে আরও তীব্র সৌরঝড় দেখা দিতে পারে। সৌরঝড়ের কারণে নানা ভাবে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যাহত হয়।
নাসার তথ্যমতে, আমাদের সৌরজগতের মধ্যমণি সূর্য প্রায় ২০ বছর ধরে শান্ত ও দুর্বল অবস্থায় ছিল। ২০০৮ সালে সূর্যের প্রকৃতিতে আশ্চর্যজনকভাবে পরিবর্তন আসে। বিজ্ঞানীরা সেই পরিবর্তনের কারণে খুঁজে বের করার চেষ্টা করছেন। নতুন এক গবেষণায় দেখা গেছে, ২০০৮ সাল থেকে সূর্যের সৌরবায়ু বা চার্জ হওয়া কণার স্রোতের গতি, ঘনত্ব, তাপমাত্রা ও চৌম্বক ক্ষেত্রের শক্তি বাড়ছে। এতে শক্তিশালী সৌরঝড় তৈরির সুযোগ বাড়ছে। এসব ঝড় নিয়মিতভাবে পৃথিবীতে আঘাত করে। ভূ-চৌম্বকীয় ঝড়ের কারণে পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড় উপগ্রহের স্বাভাবিক কাজে হস্তক্ষেপ করে বলে জিপিএসের মতো যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়।
সৌরঝড় কখন তৈরি হবে, তার সঠিক সময় ও ভবিষ্যদ্বাণী করা কঠিন। বিজ্ঞানীরা মনে করছেন, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সূর্যের বর্তমান ১১ বছরের চক্র সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে ঝড় আরও ঘন ঘন হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির প্রধান গবেষণা লেখক জেমি জ্যাসিনস্কি বলেন, সূর্য ধীরে ধীরে জেগে উঠছে। সৌর কণার বর্ধিত সংস্পর্শ মহাকাশচারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ সপ্তাহে একটি শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড়ের কারণে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবায় ব্যাপক সমস্যা দেখা যায়।
অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, সৌর কার্যকলাপের বৃদ্ধি দীর্ঘ ২২ বছরের চক্রের অংশ হতে পারে। সূর্য এখন তার রহস্যময় দুই দশকের শান্ত অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছে। ২০০৮ সাল থেকে সৌরবায়ুর গতি ৬ শতাংশ ও ঘনত্ব ২৬ শতাংশ বেড়েছে।
সূত্র: ডেইলি মেইল