চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে লা লিগা শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রেলিগেশন নিশ্চিত হওয়া রিয়াল ভায়াদোলিদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে বদলি নেমে রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে জয় নিশ্চিত করে কাতালানরা।

স্পেনে প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর বুধবার সান সিরোতে দ্বিতীয় লেগে নামবে বার্সা। সেই ম্যাচের কথা মাথায় রেখে এদিন মূল একাদশে বেশকটি পরিবর্তন আনেন কোচ ফ্লিক। তবে দলের শুরুটা ছিল হতাশাজনক। ম্যাচের ৬ মিনিটেই রিয়াল ভায়াদোলিদকে এগিয়ে দেন ইভান সানচেজ। তার শট বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করে জালে জড়ায়। সেপ্টেম্বরের পর এ ম্যাচেই প্রথমবার মাঠে নামেন এই জার্মান গোলরক্ষক। 

কাতালানরা প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে পারেনি। আরও দুঃসংবাদ আসে যখন অভিষেক ম্যাচেই কাঁধে ইনজুরিতে পড়েন তরুণ মিডফিল্ডার দানি রদ্রিগেজ। মাত্র আধা ঘণ্টা খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। মিনিট দুয়েক ওয়ার্ম আপ করে ৩৮তম মিনিটে মাঠে আসেন লামিনে ইয়ামাল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ংকে মাঠে নামান বার্সেলোনা কোচ। তাতে সফরকারীদের খেলার গতি  বাড়ে। সেটার ফল আসে ম্যাচের ৫৪ মিনিটে। ইয়ামালের ক্রসে একটুর জন‍্য হেড করতে পারেননি আরাউহো। এগিয়ে এসে বল ক্লিয়ার করেন ভায়াদোলিদের গোলরক্ষক। তবে সেই বল পেয়ে যান রাফিনিয়া। ঠাণ্ডা মাথার শটে গোল করে বার্সাকে সমতা এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মাত্র ৬ মিনিট পর গোলের দেখা পান ফারমিন লোপেজ। এবারের মৌসুমে দুর্দান্ত খেলছেন তিনি। বক্সের বাইরে থেকে তার নিচু শট জড়িয়ে যায় জালে। শেষ দিকে ইয়ামাল একটি নিশ্চিত গোলের সুযোগ পেলেও তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার আন্তোনিও কানদেলা। শেষ পর্যন্ত লা লিগায় পয়েন্ট টেবিলের দুই প্রান্তে থাকা দুই দলের ম‍্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। 

এই জয়ে ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে, যারা রোববার সেল্টা ভিগোর মুখোমুখি হবে। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি। এর মধ্যে একটিতে বার্সেলোনা ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে নামবে ক্লাসিকো লড়াইয়ে।

সপ্তাহখানেক আগে কোপা দেল রে'র ফাইনালে রিয়ালকে হারিয়েই ট্রেবল জয়ের স্বপ্ন বুনতে শুরু করে বার্সেলোনা। এখন অপেক্ষা, ইন্টার মিলানের বিপক্ষে বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগে কেমন পারফর্ম করে তারা। তার আগে এই জয় নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস দেবে কাতালানদের।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বলিউড থেকে হারিয়ে যাওয়ার কথা কখনোই ভাবিনি: মাধুরী

বলিউডের অন্যতম জনপ্রিয় ও আইকনিক অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিন দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দায় রাজত্ব করেছেন। কিন্তু একের পর এক হিট সিনেমার উপহার দেওয়ার পরও হঠাৎ অভিনয় থেকে দূরে চলে যান এই অভিনেত্রী। তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছিল ভক্তরা। তবে সম্প্রতি ফের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, সত্যিকারের শিল্পীরা কখনো হারিয়ে যায় না।

ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় কেন অভিনয় জীবন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন- সম্প্রতি গ্যালাটা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই সিদ্ধান্তের কথা জানান মাধুরী।

তিনি বলেন, ‘আমি খুব খুশি ছিলাম, কারণ আমার কাছে গ্ল্যামার বা বাহ্যিক জাঁকজমক খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি আমার কাজকে ভালোবাসি। সঙ্গে অভিনয়, নাচ, সবকিছুই। তার বাইরের যে বিষয়গুলো, যেমন কেউ আমাকে তারকা বলছে-এসবকে আমি বাড়তি পাওয়া বলেই দেখি। আমি কখনো নিজেকে তারকা মনে করিনি।’

ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ বিরতি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন মাধুরী। কখনো বলিউড থেকে হারিয়ে যাওয়ার ভয় মনে ছিলো বলেও জানান তিনি। 

মাধুরীর কথায়, ‘আমার কাছে বিষয়টা কখনো এমন ছিল না যে, আমি ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় প্রকাশ্যে থেকে হারিয়ে যাচ্ছি। আমি কখনো হারিয়ে যাওয়ার কথা ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম, আমি আমার জীবনের সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছি। এই মানুষটিকেই আমি বিয়ে করতে চাই। প্রতিটি মানুষই নিজের জন্য একটা স্বপ্ন দেখে—আমার স্বপ্ন ছিল একটা ঘর, একজন স্বামী, একটি পরিবার এবং সন্তান। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। তাই মা হওয়াটাই ছিল আমার সেই স্বপ্নের বড় অংশ।’

মাধুরীর ভাষ্য, ‘এখন যখন কেউ বলে, “তুমি তো অনেকদিন দূরে ছিলে, মিস করিনি? আমি বলি, ‘না, আমি মিস করিনি, কারণ, আমি তখন আমার স্বপ্নের জীবন কাটাচ্ছিলাম।”

সম্পর্কিত নিবন্ধ