‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গত ১ মে ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।

এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।

আরো পড়ুন:

অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সড়ক দুর্ঘটনার কবলে পবনদীপ

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা ভারতে আয় করে ১৯.

২৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১২ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ৭.৭৫ কোটি রুপি (নিট)।

সিনেমাটি শুধু ভারতে আয় করেছে ৮৪.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করে ১৩.৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৮.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪১ কোটি ৩৪ লাখ টাকা)।

‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।

‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অজয় দ বগন প রথম

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে বজ্রপাতে ২ স্কুলছাত্রী নিহত

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তারা সবাই পাকুন্দিয়ার তারাকান্দি ইউনিয়নের চরটেকি গার্লস হাইস্কুলের ছাত্রী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে স্কুলে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন তারা।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নবম শ্রেণীর ছাত্রী ও জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৪) ও বোরহান উদ্দিনের মেয়ে ইমা আক্তার বর্ষা (১৫)। 

ইউএনও বিল্লাল হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই তিন ছাত্রী স্কুলে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়া জান্নাত ইরিনা ও আদ্রিতা ইসলাম প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আর ইমা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতদের দাফনের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

সম্পর্কিত নিবন্ধ