ঠাকুরগাঁওয়ে জমির উদ্দিন নামে এক কৃষকের ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলা জামালপুর বড়দিঘী গ্রামে এ ঘটনা ঘটে। জমির উদ্দিন ওই গ্রামের মৃত মোজত উদ্দীনের ছেলে।

চুরি হওয়া ছয়টি গরু মূল্য আনুমানিক চার লাখ টাকা বলে দাবি ওই ভুক্তভোগী কৃষকের।

কৃষক জমির উদ্দিন বলেন, রাতে ঘুমানোর পরে ফজরের সময় জেগে দেখি শোয়ার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশিদের ডেকে ঘরের দরজা খুলে নেই। বাইরে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজা খোলা, দুটি তালা ভাঙা। ৬টি গরু নিয়ে গেছে। শুধু একটি বকনা বাছুর রেখে গেছে। চোরগুলো শুধু আামার গরু নিয়ে যায়নি, আমার স্বপ্ন নিয়ে গেছে। সঙ্গে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুস্তাক জানান, জমির উদ্দিনের ছয়টি গরু চুরির বিষয়টি শুনেছি। প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঠ ক রগ ও গর চ র

এছাড়াও পড়ুন:

মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুম্মিতা, মহাসচিব তৌহিদ 

জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে উপপরিচালক সুস্মিতা পাইক এবং মহাসচিব পদে উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খান নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এছাড়া সহ-সভাপতি ফারজানা নাজনীন তুলতুল, যুগ্ম মহাসচিব মো. মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক তানবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান রিক্তা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে দুই জন হলেন রবিউল ইসলাম ও ইমরান হোসেন। ২০২৩ সালের ১৮ জুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।

সম্পর্কিত নিবন্ধ