ঠাকুরগাঁওয়ে জমির উদ্দিন নামে এক কৃষকের ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলা জামালপুর বড়দিঘী গ্রামে এ ঘটনা ঘটে। জমির উদ্দিন ওই গ্রামের মৃত মোজত উদ্দীনের ছেলে।

চুরি হওয়া ছয়টি গরু মূল্য আনুমানিক চার লাখ টাকা বলে দাবি ওই ভুক্তভোগী কৃষকের।

কৃষক জমির উদ্দিন বলেন, রাতে ঘুমানোর পরে ফজরের সময় জেগে দেখি শোয়ার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশিদের ডেকে ঘরের দরজা খুলে নেই। বাইরে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজা খোলা, দুটি তালা ভাঙা। ৬টি গরু নিয়ে গেছে। শুধু একটি বকনা বাছুর রেখে গেছে। চোরগুলো শুধু আামার গরু নিয়ে যায়নি, আমার স্বপ্ন নিয়ে গেছে। সঙ্গে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুস্তাক জানান, জমির উদ্দিনের ছয়টি গরু চুরির বিষয়টি শুনেছি। প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঠ ক রগ ও গর চ র

এছাড়াও পড়ুন:

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (১৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর তৌফিক হাসান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আরো পড়ুন:

সুনামগঞ্জে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

স্বামীর ছুরিকাঘাতে আহত মেঘলার মৃত্যু, ২ শিশু আশঙ্কাজনক

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮)।

মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা সাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ঢাকা/এম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ