মা আমার কাছে সবসময় সেরা। আমিও মায়ের কাছে। মা ছোট্ট একটি শব্দ হলেও আমার কাছে সবচেয়ে মধুরতম শব্দ। মা আদর করেন আমাকে। মা সারাদিন কাজ করেন। আমার ও বাবার জন্য খাবার তৈরি করেন। মা ছুটির দিনে মজার মজার জায়গায় ঘুরতে নিয়ে যান আমাকে। আমাকে নতুন নতুন ছবি আঁকতে শেখান। মায়ের জমানো টাকা দিয়ে আমাকে নতুন নতুন বই আর খেলনা কিনে দেন। আমাকে আবৃত্তি শেখান। মা কষ্ট পায় আমি সেই কাজ করি না। আমি অসুস্থ হলে মা যত্ন নেন। সকাল-সন্ধ্যা আমাকে পড়তে বসান। আমিও আনন্দে পড়তে বসি। মাকে ছাড়া একদিনও ঘুমাতে পারি না। মাথায় হাত বুলিয়ে মা-ই ঘুম পারান। মায়ের জন্য কতকিছু লিখতে ইচ্ছে করে!
মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। তাই মাকে অনেক ভালোবাসি। মা দিবসে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে জড়িয়ে ধরে একগুচ্ছ ফুল আর এই লেখাটা দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। মা নিশ্চয়ই খুব খুশি হবেন! n
বয়স : ১+১+২+৩ বছর; প্রথম শ্রেণি, টংগিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন, মুন্সীগঞ্জ
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ‘চট্টলা ওরশ ও মেজবানি হাউজ’ উদ্বোধন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের সুনাম আদিকাল থেকেই। এবার বহুমাত্রিক এই ঐতিহ্যবাহী খাবারের সম্ভার নিয়ে রাজধানীতে যাত্রা করেছে ‘চট্টলা ওরশ ও মেজবানি হাউজ’।
চট্টগ্রামের নারী উদ্যোক্তা তুনাজ্জিনা ইসলাম, মো. আকসার উদ্দিন, ওমর এবং রায়হান- এই চারজনের উদ্যোগ ও প্রচেষ্টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরশ বিরানি ও মেজবানি খাবার এখন থেকে ঢাকার উত্তরা সেক্টর ১৫-তে পাওয়া যাবে।
শুক্রবার (১৬ মে) বাদ জুমা উত্তরা ১৫ সেক্টরে ঘরোয়া পরিবেশে এই আকর্ষণীয় রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়।
দিয়াবাড়ি হিসেবে পরিচিত মেট্রোরেল-এর ১ নম্বর স্টেশনের পাশে বটতলায় এই রেষ্টুরেন্টটি চালু করা হয়েছে।
রেষ্টুরেন্টটির উদ্যোক্তাদের একজন তুনাজ্জিনা ইসলাম বলেন, উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১০দিন সব ধরনের খাবারে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবসময় ১০ শতাংশ ছাড়ে খেতে পারবেন এই রেষ্টুরেন্টে।
ঢাকা/হাসান/টিপু