গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির একাংশের নেতাকর্মীদের হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। 

শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোড় এলাকায় এক মতবিনিময় সভায় এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে শনিবার একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম।

দুপুর দেড়টার দিকে সভা শেষ হওয়ার পরপরই মোটরসাইকেলে করে ২০-২৫ জন ব্যক্তি শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে এসে অতর্কিত হামলা চালান। তারা সভার চেয়ার, টেবিল, মাইক, সাউন্ডবক্স ও প্যান্ডেল ভাঙচুর করেন। একপর্যায়ে পাশের একটি কক্ষে অবস্থানরত সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।

হামলায় গুরুতর আহত হন যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান রকি হোসেন (২৬)। ভিডিও ধারণ করতে গেলে তাকে সড়কে ফেলে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা তার ক্যামেরা, আইডি কার্ড, মাইক্রোফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। 

রকি হোসেনকে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম বলেছেন, “আমরা শান্তিপূর্ণভাবে একটি মতবিনিময় সভা করছিলাম। সভা শেষে হঠাৎ করে একটি দল এসে ভাঙচুর ও হামলা চালায়। তারা সাংবাদিকদের ওপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

হামলার পর কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ঢাকা/রফিক সরকার/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ