গুরুতর অসুস্থ রমজান কাদিরভের পদত্যাগ প্রস্তাবের গুঞ্জন কতটা সত্য
Published: 20th, May 2025 GMT
চেচনিয়ার নেতা রমজান কাদিরভের শারীরিক অবস্থা খুব খারাপ। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র ও বিশ্লেষক আল–জাজিরাকে এ খবর জানিয়েছেন।
সূত্রগুলো বলছে, বৈঠকে নিজের তৃতীয় পুত্রকে উত্তরসূরি করতে পুতিনকে অনুরোধ করেছিলেন কাদিরভ। কিন্তু কাদিরভের তৃতীয় পুত্র উত্তর ককেশাসের রুশ প্রজাতন্ত্রটির নেতা হোক, পুতিনের তা পছন্দ নয়।
দীর্ঘদিন ধরে নিজেকে পুতিনের ‘পদাতিক সৈনিক’ বা অনুগত ব্যক্তি বলে দাবি করে আসা কাদিরভ চলতি মাসের শুরুতে বলেছেন, ‘আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই।’
কাদিরভ ৭ মে পুতিনের সঙ্গে ওই একান্ত বৈঠক করেন। এর আগে ক্রেমলিনপন্থী সংবাদমাধ্যম চেচনিয়া টুডেকে কাদিরভ বলেছিলেন, ‘নতুন (চেচেন নেতা) নিজের মতামত, নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। আমি আশা করি, আমার অনুরোধ গ্রহণ করা হবে।’
ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করার সময় কাদিরভ বলেছিলেন, ‘ইউক্রেনে চেচনিয়ার ৫৫ হাজার সেনা লড়াই করছেন।’ পাশাপাশি চেচনিয়ায় নিজের শাসনামলে অর্জিত নানা অর্থনৈতিক সাফল্যের দীর্ঘ তালিকাও পড়ে শোনান তিনি। মুসলিম–অধ্যুষিত চেচনিয়ার জনসংখ্যা প্রায় ১৫ লাখ।
বক্সিং ও ওজন উত্তোলন-সংক্রান্ত খেলাধুলায় আগ্রহী কাদিরভ তাঁর অর্জনগুলো একটি কার্ডে বড় অক্ষরে লিখে পড়ে শোনান। তবে বৈঠকে পুতিন বা কাদিরভ কেউই পদত্যাগ প্রসঙ্গ তোলেননি। এক দিন পর কাদিরভ নিজেই বিষয়টি পরিষ্কার করেন এবং বরাবরের মতো পুতিনের ভূয়সী প্রশংসা করেন।
পুতিনের সঙ্গে বৈঠকের পরদিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে কাদিরভ লেখেন, ‘আমি যা–ই বলি না কেন, যতই অনুরোধ করি না কেন, সিদ্ধান্ত নেন শুধু একজন (পুতিন), তিনি আমাদের সর্বোচ্চ কমান্ডার।’ তিনি আরও লেখেন, ‘আমি একজন পদাতিক সৈনিক। নির্দেশ এলে আমি তা পালন করি মাত্র।’ নিজের শাসনামলে চেচনিয়ায় পুতিনের নামে অনেক সড়ক ও জেলার নামকরণ করেছেন কাদিরভ।
রমজান কাদিরভ অগ্ন্যাশয়ের গুরুতর রোগে আক্রান্ত। এটি প্রাণঘাতীও হতে পারে। এ ছাড়া তাঁর কিডনির সমস্যাও রয়েছে।কাদিরভ সরকারের ভেতরের কার্যক্রম সম্পর্কে জানেন, চেচনিয়ার এমন সূত্র আল–জাজিরাকে জানিয়েছে, প্রকাশ্যে বিনয়ের ভঙ্গি থাকলেও পুতিনের সঙ্গে কাদিরভের সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে উত্তরসূরি হিসেবে তাঁর তৃতীয় পুত্র আদম কাদিরভকে পছন্দ না করার বিষয়টি ঘিরে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। গত নভেম্বরে আদমের বয়স ১৭ বছর হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর নথিভুক্ত তথ্য থেকে জানা যায়, চেচনিয়ায় ভিন্নমতের ওপর দমন–পীড়ন এবং কাদিরভবিরোধী লোকজন ও তাঁদের আত্মীয়দের ওপর নির্যাতন করার প্রমাণ রয়েছে। মূলত এ কারণেই সূত্রগুলো নাম প্রকাশ করতে সম্মত হয়নি।
সূত্রগুলোর একটির মতে, পুতিন কাদিরভের ছেলেকে এই চেচেন নেতার উত্তরসূরি হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সোচি শহরে ‘সিরিয়াস এডুকেশনাল সেন্টারে’ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, ১৯ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন র ধ
এছাড়াও পড়ুন:
চিটাগাং ক্লাবের বাইরে বিক্ষোভ বৈষম্যবিরোধীদের, চলছে গাড়ি তল্লাশি
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান ঘিরে চিটাগাং ক্লাবের বাইরে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী, এনসিপির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। জাহেদুল হককে আটকের দাবিতে ক্লাবের সামনে এই বিক্ষোভ চলছে। বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়িও মধ্যরাতে তল্লাশি করছেন শিক্ষার্থী।
জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা। তার বিরুদ্ধে অর্থের যোগানদাতা ও হত্যাসহ বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত এনসিপির প্রতিনিধি মুজিবুর রহমান।
ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সমকালকে বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা জায়েদুল হক তার ছেলের বিয়েতে উপস্থিত হয়েছে জেনে কিছু ছাত্র-জনতা চিটাগাং ক্লাবের সামনে বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।
ওসি বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে অনুষ্ঠানে কোনো আসামি উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।