বকেয়া অর্থ পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Published: 23rd, May 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বন্ধ হয়ে যাওয়া একটি কারখানার শ্রমিকরা বকেয়া অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিক ও পুলিশ সদস্যরা জানিয়েছেন, চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিকরা সার্ভিস বোনাসসহ অন্যান্য পাওনা অর্থ দেওয়ার দাবিতে সকালে বিক্ষোভ করেন৷ এর একপর্যায়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়৷ পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে শ্রমিকদের ছাত্রভঙ্গ করে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
মাহমুদ জিন্স লিমিটেড সূত্রে জানা গেছে, তাদের কারখানা গত বছরের ১০ অক্টোবর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হওয়ায় প্রায় ২ হাজার শ্রমিকের কিছু পাওনা বকেয়া আছে। তা সরকারিভাবে নিষ্পত্তি করা হবে৷
মাহমুদ জিন্স লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক আবু তালেব বলেছেন, শ্রম আইন অনুয়ায়ী গত ১০ অক্টোবর আমাদের কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। শ্রমিকদের পাওনা নিষ্পত্তি হবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে। কারখানা কর্তৃপক্ষের কিছু করার নেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেছেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ৫ থেকে ১৪ জুন একটানা ১০ দিনের দীর্ঘ অবকাশ বা ছুটি মিলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের।
শুক্রবার (২৩ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। কিন্তু, ঈদে সংবাদপত্র মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।
আরো পড়ুন:
বাংলাফ্যাক্টের অনুসন্ধান: যেভাবে ছড়ায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব
কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি বিভ্রান্তিকর প্রচার: রিউমার স্ক্যানার
একই সঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল আজহায় সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার জন্য নেয়াবের কাছে দাবি জানান নেতারা।
ঢাকা/এএএম/মাসুদ