মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই
Published: 27th, May 2025 GMT
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রথম আলোকে জানিয়েছেন পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম মাহমুদুল হাসান। মিরপুর-১০ নম্বরে তাঁর মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে।
পুলিশ কর্মকর্তা বলেন, ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ঘটনার পর তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন স্বজনেরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, তাঁর শরীর থেকে গুলি বেরিয়ে গেছে। তিনি বিপদমুক্ত।মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীর বাসা ফায়ার সার্ভিসের পেছনের গলিতে। সকালে শ্যালককে সঙ্গে নিয়ে হেঁটে মিরপুর-১০ নম্বরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তাঁরা ফায়ার সার্ভিসের গলি দিয়ে মূল সড়কে আসার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও ছোড়েন তাঁরা।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ঘটনার পর তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন স্বজনেরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, তাঁর শরীর থেকে গুলি বেরিয়ে গেছে। তিনি বিপদমুক্ত।
মিজানুর রহমান আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম জ ন র রহম ন ব যবস য় র স বজন র
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী