রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রথম আলোকে জানিয়েছেন পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম মাহমুদুল হাসান। মিরপুর-১০ নম্বরে তাঁর মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ঘটনার পর তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন স্বজনেরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, তাঁর শরীর থেকে গুলি বেরিয়ে গেছে। তিনি বিপদমুক্ত।

মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীর বাসা ফায়ার সার্ভিসের পেছনের গলিতে। সকালে শ্যালককে সঙ্গে নিয়ে হেঁটে মিরপুর-১০ নম্বরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তাঁরা ফায়ার সার্ভিসের গলি দিয়ে মূল সড়কে আসার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও ছোড়েন তাঁরা।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ঘটনার পর তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন স্বজনেরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, তাঁর শরীর থেকে গুলি বেরিয়ে গেছে। তিনি বিপদমুক্ত।

মিজানুর রহমান আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জ ন র রহম ন ব যবস য় র স বজন র

এছাড়াও পড়ুন:

পাবনায় বালুমহল দখল নিতে গুলি, আহত ১

পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে আবার এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলিতে সোহান মোল্লা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোহান মোল্লা ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ, বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈম্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর, পাবনার ঈম্বরদীসহ বিভিন্ন এলাকার বালুমহলের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনীখ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেটি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এই ঘাটে গত ৫ জুন গুলি চালায় কাকন বাহিনী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও গুলি চালায় এ বাহিনী। এ সময় ঘাস কাটতে যাওয়া সোহান হোসেন গুলিবিদ্ধ হন।

ঈম্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ