মেজর লিগ সকারে খারাপ সময় কাটানোর পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে স্থানীয় সময় বুধবার (২৮ মে) রাতে মন্ট্রিয়লকে ৪-২ ব্যবধানে হারিয়েছে দলটি।

ম্যাচের ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় মায়ামি। ৬৮ মিনিটে সুয়ারেজের প্রথম গোলটি আসে মেসির অ্যাসিস্টে। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে (৭১ মিনিটে) দ্বিতীয়বার জালের দেখা পান উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

মন্ট্রিয়ল অবশ্য হাল ছাড়েনি। ৭৪ মিনিটে ড্যান্টে সিলি এক গোল শোধ করে ব্যবধান কমায়। তবে ৮৭ মিনিটে মেসির দ্বিতীয় গোল ইন্টার মায়ামির জয় অনেকটাই নিশ্চিত করে। অতিরিক্ত সময়ে মন্ট্রিয়লের ভিক্টর লোটুরি আরেকটি গোল করলেও তাতে ব্যবধানই কেবল কমে।

আরো পড়ুন:

অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ

রাকিটিচকে ধন্যবাদ দেওয়া উচিত মেসি-নেইমার-সুয়ারেজের

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৭ জয় ও ৫ ড্রয়ে ছয় নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। তাদের শেষ চার ম্যাচে জয় ছিল না, দুটি ড্র ও দুটি হার।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, “দলের সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের হতাশ করেছিল। আজকের জয় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।”

মাঠে তারা প্রতিপক্ষ হলেও মেসি ও সুয়ারেজ মাঠের বাইরে ব্যবসায়িক অংশীদার। সম্প্রতি তারা যৌথভাবে একটি ক্লাব চালু করেছেন। ব্যক্তিগত বন্ধুত্বের পাশাপাশি ফুটবল মাঠেও তাদের বোঝাপড়া যে এখনও অটুট, তা এদিনের পারফরম্যান্সে স্পষ্ট।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম ব যবধ ন

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা