মেজর লিগ সকারে খারাপ সময় কাটানোর পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে স্থানীয় সময় বুধবার (২৮ মে) রাতে মন্ট্রিয়লকে ৪-২ ব্যবধানে হারিয়েছে দলটি।

ম্যাচের ২৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় মায়ামি। ৬৮ মিনিটে সুয়ারেজের প্রথম গোলটি আসে মেসির অ্যাসিস্টে। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে (৭১ মিনিটে) দ্বিতীয়বার জালের দেখা পান উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

মন্ট্রিয়ল অবশ্য হাল ছাড়েনি। ৭৪ মিনিটে ড্যান্টে সিলি এক গোল শোধ করে ব্যবধান কমায়। তবে ৮৭ মিনিটে মেসির দ্বিতীয় গোল ইন্টার মায়ামির জয় অনেকটাই নিশ্চিত করে। অতিরিক্ত সময়ে মন্ট্রিয়লের ভিক্টর লোটুরি আরেকটি গোল করলেও তাতে ব্যবধানই কেবল কমে।

আরো পড়ুন:

অবসর ঘোষণা করলেন লুইস সুয়ারেজ

রাকিটিচকে ধন্যবাদ দেওয়া উচিত মেসি-নেইমার-সুয়ারেজের

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৭ জয় ও ৫ ড্রয়ে ছয় নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। তাদের শেষ চার ম্যাচে জয় ছিল না, দুটি ড্র ও দুটি হার।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, “দলের সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের হতাশ করেছিল। আজকের জয় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল।”

মাঠে তারা প্রতিপক্ষ হলেও মেসি ও সুয়ারেজ মাঠের বাইরে ব্যবসায়িক অংশীদার। সম্প্রতি তারা যৌথভাবে একটি ক্লাব চালু করেছেন। ব্যক্তিগত বন্ধুত্বের পাশাপাশি ফুটবল মাঠেও তাদের বোঝাপড়া যে এখনও অটুট, তা এদিনের পারফরম্যান্সে স্পষ্ট।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র ম য় ম ব যবধ ন

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’