ছোট্ট একটি ফুলের তোড়ায় বাফুফের শমিতবরণ
Published: 4th, June 2025 GMT
অপেক্ষার পালা শেষ। শমিত সোমের ভক্তদের কাছে আজকের সকালটা বিশেষ কিছু। কানাডাপ্রবাসী শমিত আজ ভোরে ঢাকা এসেছেন।
সন্ধ্যায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভুটান ফিফা প্রীতি ম্যাচ শমিত দেখবেন। ১০ জুন একই মাঠে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে অবশ্য দর্শক থাকবেন না তিনি। বাংলাদেশের জার্সিতে সেদিন তাঁর অভিষেক হওয়ার কথা রয়েছে।
শমিতকে নিয়ে বাংলাদেশ দলে এখন প্রবাসী ফুটবলার ছয়জন। জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু। সর্বশেষ এলেন শমিত। মাঝে তারিক কাজী, কাজেম শাহ, তারপর হাজমা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম।
আরও পড়ুনজয়ের সমান এক ড্র বাংলাদেশের মেয়েদের১০ ঘণ্টা আগেঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শমিতকে বরণে গিয়েছিলেন বাফুফের তিনজন সদস্য—মঞ্জুরুল করিম, ইকবাল হোসেন ও শাখাওয়াত হোসেন। তাঁদেরই একজন প্রথম আলোকে বলেছেন, ‘শমিত ঢাকায় নেমেছে সকাল পৌনে ছয়টায়। বাফুফে ছোট্ট একটি ফুলের তোড়ায় বরণ করেছে তাকে। যেভাবে বরণ করা উচিত ছিল, সেভাবে করা হয়নি। বিমানবন্দরে ঊর্ধ্বতন কেউ যেতে পারতেন। কিন্তু তাঁদের কেউ যাননি। বরণের প্রক্রিয়াটা দেখতে ভালো লাগেনি।’
বাংলাদেশে আসার পথে বিমানে এ ছবিটি তোলেন শমিত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব