মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস প্রচুর বই পড়েন। প্রতিবছরই বিভিন্ন বইয়ের তথ্য প্রকাশ করেন তিনি। সবাইকে বই পড়তে নিজের ব্লগ সাইটে বিভিন্ন বই নিয়ে আলোচনা করেন। এবারের গ্রীষ্মের ছুটিতে পাঁচটি বই পড়তে নিজের ব্লগ সাইটে তালিকা প্রকাশ করেছেন। এবারে তিনি পাঁচটি স্মৃতিকথা বা আত্মজীবনী ঘরানার বই সুপারিশ করেছেন। তালিকায় লেখক ক্যাথারিন গ্রাহাম ও দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন কমেডিয়ান ট্রেভর নোয়ার আত্মজীবনী দেখা যায়। বিল গেটস তাঁর ব্লগে এসব বই পড়ে তিনি যা শিখেছেন, সে কথা প্রকাশ করেছেন।

বিল গেটস এ বছরের শুরুতে তাঁর নিজের স্মৃতিকথা ‘সোর্স কোড’ প্রকাশ করেছেন। সেখানে বই তাঁর জীবনে কতটা প্রভাব রেখেছে, এ নিয়ে বিস্তারিত লিখেছেন। নিজের স্মৃতিকথা ‘সোর্স কোড’ লেখার জন্য এসব বই তাঁর জন্য সোর্স কোড ছিল বলে বিল গেটস লিখেছেন। বিল গেটস বিভিন্ন স্মৃতিকথাকে অসাধারণ জীবনের জানালা হিসেবে বর্ণনা করেছেন।

পারসোনাল হিস্টোরি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ কর ছ ন ব ল গ টস

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ