লক্ষ্মীপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামায়াতে ইসলামীর নেতা কাউছার আহমেদের মৃত্যুর ঘটনায় বিএনপির ১২ নেতা–কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার রাতে লক্ষ্মীপুর সদর থানায় মামলাটি করেন নিহত কাউছারের স্ত্রী শিল্পী বেগম।

মামলায় স্বেচ্ছাসেবক দলের লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি রিয়াজ হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। বাকি ১১ জন বিএনপির কর্মী।

এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শহরের সামাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়। এর আগে দলটির নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন।

জামায়াতের জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী বলেন, ‘বিএনপির কয়েকজন কর্মীর হামলায় কাউছার আহমেদ মারা গেছেন।’

অন্যদিকে এ ঘটনার বিষয়ে আজ সকাল ১০টায় শহরের গোডাউন রোডের বশির ভিলা হলরুমে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সেখানে দলের যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘একটি স্থানীয় ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এটি রাজনৈতিক ঘটনা নয়। মারামারির পর কাউছার সন্ধ্যায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকদের ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। সুরতহাল রিপোর্টেও তেমনটা উল্লেখ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার আগেই বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা ঠিক হয়নি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সদর উপজেলার রাজীবপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ হোসেন ও বিএনপির কর্মী সোহাগ ও তাঁদের অনুসারীদের সঙ্গে জামায়াত নেতা কাউছারের ভাই আলতাফ হোসেনের মারামারির ঘটনা ঘটে। তখন কাউছারসহ তাঁর পরিবারের চারজন আহত হন। পরে তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

পরিবারের অভিযোগ, বিকেলে কাউছার অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। নিহত কাউছার আহমেদ বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতিও করতেন।

মামলার এজাহারে বলা হয়, পূর্ববিরোধের জেরে ৫ জুন দুপুরে রাজীবপুর এলাকায় বাদীর বাড়ির সামনে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। প্রথমে কাউছারের ভাইয়ের ওপর হামলা হয়। পরে কাউছার তাঁকে রক্ষা করতে গেলে তাঁর মাথার পেছনে রড দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে পড়ে গেলে আরও মারধর করা হয়।

লক্ষ্মীপুরে জামায়াত নেতা কাউছার আহমেদের মৃত্যুর ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন। আজ সকালে সদরের গোডাউন রোড এলাকার একটি মিলনায়তনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: লক ষ ম প র ব এনপ র কর ম র র ঘটন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ