Risingbd:
2025-08-01@02:04:00 GMT
গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে তিতাসের সতর্কবার্তা
Published: 14th, June 2025 GMT
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
শনিবার (১৪ জুন) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের সই করা এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। চুলার বাটন, হুসপাইপ বা পিতলের চাবি বা কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করতে হবে। লিকেজ হলে রাইজারের চাবি বন্ধ করে করতে হবে এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামত করতে হবে।
বার্তায় আরো বলা হয়, গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার ১৬৪৯৬ এ যোগাযোগ করা যাবে।
ঢাকা/হাসান/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে