খুব অল্প কথায় বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্টের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিলেন রাসেল আরনল্ড। তাঁর পক্ষে কাজটি কঠিনও নয় অবশ্য।

শ্রীলঙ্কা দলের সাবেক এই ক্রিকেটার নিজে গলে সাতটি টেস্ট খেলেছেন। চলতি গল টেস্টটাও দেখছেন ধারাভাষ্যকারের দৃষ্টিতে। আজ টেস্টের চতুর্থ দিনে ধারাভাষ্য বিরতিতে শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ১৮০টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা সাবেক অলরাউন্ডারের সঙ্গে কথা হলো এই প্রতিবেদকের।

ধারাভাষ্য কক্ষের বাইরে দাঁড়িয়ে আরনল্ড বলছিলেন এই টেস্ট নিয়ে তাঁর পর্যবেক্ষণের কথা, ‘আমি বলব, ম্যাচটি খুবই আকর্ষণীয় এক পর্যায়ে দাঁড়িয়ে। যে দল একটু অসাবধান হবে, তারাই পিছিয়ে পড়বে। আমরা গলে বহুবার দেখেছি, ম্যাচ কিছুক্ষণ নিষ্প্রাণ থাকে আবার হঠাৎ করেই প্রাণ ফিরে পায়। এই ম্যাচটিও তেমনই মনে হচ্ছে।’

লঙ্কান ধারাভাষ্যকার রাসেল আরনল্ড.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন:

গণঅভ্যুত্থান দিবস: ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

দায়বদ্ধতা থেকে সাজিদের ভিসেরা রিপোর্ট দ্রুত নেওয়ার চেষ্টা করেছি: এআইজি আশরাফ

ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছিল। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পুরে ভুক্তভোগীর মা অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ