খুব অল্প কথায় বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্টের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিলেন রাসেল আরনল্ড। তাঁর পক্ষে কাজটি কঠিনও নয় অবশ্য।

শ্রীলঙ্কা দলের সাবেক এই ক্রিকেটার নিজে গলে সাতটি টেস্ট খেলেছেন। চলতি গল টেস্টটাও দেখছেন ধারাভাষ্যকারের দৃষ্টিতে। আজ টেস্টের চতুর্থ দিনে ধারাভাষ্য বিরতিতে শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ১৮০টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা সাবেক অলরাউন্ডারের সঙ্গে কথা হলো এই প্রতিবেদকের।

ধারাভাষ্য কক্ষের বাইরে দাঁড়িয়ে আরনল্ড বলছিলেন এই টেস্ট নিয়ে তাঁর পর্যবেক্ষণের কথা, ‘আমি বলব, ম্যাচটি খুবই আকর্ষণীয় এক পর্যায়ে দাঁড়িয়ে। যে দল একটু অসাবধান হবে, তারাই পিছিয়ে পড়বে। আমরা গলে বহুবার দেখেছি, ম্যাচ কিছুক্ষণ নিষ্প্রাণ থাকে আবার হঠাৎ করেই প্রাণ ফিরে পায়। এই ম্যাচটিও তেমনই মনে হচ্ছে।’

লঙ্কান ধারাভাষ্যকার রাসেল আরনল্ড.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ