ছয় বছরে অনুস্বর, আজ মঞ্চে আসছে নতুন নাটক
Published: 25th, July 2025 GMT
আজ ২৫ জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন নাটক ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। রাজধানীর কাকরাইলে দলের নিজস্ব স্টুডিওতে আজই নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। বিকেল পাঁচটায় প্রথম প্রদর্শনীর পর সন্ধ্যা ৭টায় একই স্থানে হবে দ্বিতীয় প্রদর্শনী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ জুলাই শিল্পকলা একাডেমিতে আয়োজিত হবে ‘অনুস্বর সংলাপ’। এই আয়োজনে নাট্যকর্মী ও দর্শকদের মুখোমুখি হবেন নাট্যনির্দেশক ও শিক্ষক অসীম দাস।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলপ্রধান মোহাম্মদ বারী প্রথম আলোকে বলেন, ‘৬ বছরে আমাদের প্রযোজনার সংখ্যা ১২। একটা স্টুডিও প্রতিষ্ঠা করে সেখানে নিয়মিত প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি। সবচেয়ে বড় কথা, আমরা সারা বছর কাজের মধ্যে থাকি। আমাদের অধিকাংশ প্রযোজনা শিল্পমান বিবেচনায় দর্শকদের ভালো সাড়া পেয়েছে। সব মিলিয়ে নবীন দল হিসেবে আমাদের যে সাফল্য, তাতে আমরা খুশি।’
‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ যৌথভাবে রচনা করেছেন মোহাম্মদ বারী ও সাইফ সুমন। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। নির্দেশকের ভাষ্যে, ‘সিরিওকমেডি নাটকটিতে রাজনৈতিক সংকট, যুদ্ধ ও ক্ষমতার পেছনের সত্য কাহিনি রূপক ও বিদ্রূপাত্মক ভাষায় উপস্থাপন করা হয়েছে। তওফিক আল হাকিমের একটি মিসরীয় নাটক এবং কাহলিল জিবরানের একটি গল্পের নির্যাস থেকে এ নাটকের মূল ভাবনা নেওয়া হয়েছে। আজকের পৃথিবীর যুদ্ধ পরিস্থিতি, শান্তির নামে যে রক্তপাত—এসব বিষয় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ সুমন, মেরিনা মিতু, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার ও মুত্মাইন্নাহ রীমা।
‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ নাটকের দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পরিবহনশ্রমিকদের নির্বাচন কাল, চলবে না প্রাইম মুভারসহ কনটেইনারবাহী গাড়ি
আগামীকাল সোমবার কনটেইনার পরিবহনের গাড়িচালক ও সহকারীদের সংগঠন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা দিয়েছে এ–সংক্রান্ত নির্বাচন উপপরিষদ।
কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্দর রিপাবলিক ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ রাখায় বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, এই গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, ডিপো ও বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
বন্দরসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার পরিবহনের গাড়ি চলাচল বন্ধ থাকলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানো ও পরিবহনের কাজে ব্যাহত হবে। তাই পালাক্রমে ভোট দিয়ে যাতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখা যায়, সে জন্য তাঁদের আহ্বান জানাই।’
প্রাইম মুভার ট্রেলারে করে প্রতিদিন গড়ে রপ্তানি পণ্যবাহী দুই হাজার কনটেইনার ডিপোগুলো থেকে বন্দরে নেওয়া হয়। আবার আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডিপোতে নেওয়া হয় এ ধরনের গাড়িতে।
জানতে চাইলে কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সংগঠনটির সদস্যরা গাড়ি চলাচল স্বাভাবিক রেখে ভোট দিতে পারেন। তাহলে কাজের ক্ষতি হবে না।
এসব বিষয়ে জানতে চাইলে সংগঠনটির নির্বাচন উপপরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ প্রথম আলোকে বলেন, ভোটদানের সুবিধার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চাইলে ভোট দিয়ে গাড়ি চালাতে পারবেন যে কেউ। আশা করি দুপুরের পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।
ওয়াহিদুজ্জামান জাহিদ বলেন, কনটেইনার পরিবহনের সাড়ে ৯ হাজার প্রাইম মুভার ট্রেলার রয়েছে। ভোটার হলেন ১০ হাজার ৪৫২ জন। তিন বছর মেয়াদে এই নির্বাচনে ২৫ পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।