পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা
Published: 5th, August 2025 GMT
সরকার পতনের আগের রাতে গোয়েন্দা সংস্থাগুলো ও বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনার কাছে খবর পাঠানো হচ্ছিল, পরদিন ৫ আগস্ট লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকবে না, এমন ইঙ্গিতও ছিল গোয়েন্দা প্রতিবেদনগুলোতে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসন্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন।
কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিলেন অনড়। তিনি আরও রক্তপাত ঘটিয়ে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীগুলোকে চাপ দেন। ৪ আগস্ট অনেক রাত পর্যন্ত তিনি আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টায় ছিলেন।
পুলিশের তৎকালীন মহাপরিদর্শকের (আইজিপি) জবানবন্দি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে প্রাপ্ত তথ্য, গোয়েন্দা প্রতিবেদন এবং গণভবনে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে গত বছর ৪ ও ৫ আগস্টের শেখ হাসিনার কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার পতনের সব ধরনের বাস্তবতা থাকার পরেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি। বরং আগের দিন এ প্রসঙ্গ ওঠায় ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। দেশ ছেড়ে পালানোর আগের রাতেও বলেছিলেন, যেকোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে।
কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিলেন অনড়। তিনি আরও রক্তপাত ঘটিয়ে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীগুলোকে চাপ দেন। ৪ আগস্ট অনেক রাত পর্যন্ত তিনি আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টায় ছিলেন।ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আগের দিন ৪ আগস্টকে ‘ভয়ংকর ও উত্তেজনাপূর্ণ’ বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে উল্লেখ করা হয়েছে।
আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে। সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিংয়ে থাকা অবস্থায় পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে ও বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়।তৎকালীন আইজিপি ও বর্তমানে কারাবন্দী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দিতৎকালীন আইজিপি ও বর্তমানে কারাবন্দী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে দেওয়া এক জবানবন্দিতে বলেছেন, ৪ আগস্ট দিনে ও রাতে বিভিন্ন বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গণভবনে শেখ হাসিনা দুই দফা বৈঠক করেছিলেন। এর মধ্যে বেলা ১১টায় আবদুল্লাহ আল-মামুন নিজে, তিন বাহিনীর প্রধান, তৎকালীন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিরাপত্তা-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, গোয়েন্দা প্রতিবেদনে এসেছে আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে। তা দমন করা প্রয়োজন।
সাবেক এই আইজিপি জবানবন্দিতে বলেন, ‘আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে। সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিংয়ে থাকা অবস্থায় পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে ও বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়।’
পুলিশের তৎকালীন মহাপরিদর্শকের (আইজিপি) জবানবন্দি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে প্রাপ্ত তথ্য, গোয়েন্দা প্রতিবেদন এবং গণভবনে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে গত বছর ৪ ও ৫ আগস্টের শেখ হাসিনার কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে।হেলিকপ্টারে করে শেখ হাসিনার পলায়নের দৃশ্য। ৫ আগস্ট ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত ন র আগ র পর স থ ত তৎক ল ন ৫ আগস ট ৪ আগস ট আইজ প পতন র সরক র
এছাড়াও পড়ুন:
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে এবং নগরবাসীকে এসব এলাকার সড়ক এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের (খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত) সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। যানজট এড়াতে ডিএমপি নগরবাসীকে এই এলাকার পার্শ্ববর্তী সড়কগুলো এড়িয়ে চলতে এবং বিকল্প পথে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে। নিচে বিভিন্ন পয়েন্টে যান চলাচলের জন্য কিছু নির্দেশনা দেওয়া হলো-
আরো পড়ুন:
দুদকের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারে
উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক
আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত)
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে অথবা মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে আসা যানবাহন খেজুর বাগান/ফার্মগেট না গিয়ে আড়ং ক্রসিং থেকে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণ দিকে ধানমন্ডি-২৭ এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলাচল করবে।
মিরপুর রোডের দক্ষিণ দিক থেকে আসা যানবাহন আড়ং ক্রসিং থেকে ডানে মোড় না নিয়ে সোজা উত্তর দিকে গিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে যাতায়াত করবে।
খেজুর বাগান ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্ত)
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আসা ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে সোজা না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মিরপুর রোড দিয়ে দক্ষিণে ধানমন্ডির দিকে যাবে।
অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমন্ডি/মোহাম্মদপুরগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
ফার্মগেট ক্রসিং
ফার্মগেট থেকে খেজুর বাগান/মানিক মিয়া অ্যাভিনিউ/মিরপুরগামী যানবাহন বামে মোড় না নিয়ে সোজা বিজয় সরণি হয়ে বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং/লেক রোড দিয়ে চলাচল করবে।
গণভবন ক্রসিং
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁওগামী যানবাহন গণভবন ক্রসিং থেকে সোজা দক্ষিণে না গিয়ে বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।
মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে আসা যানবাহন আসাদগেট ক্রসিংয়ে ডানে মোড় না নিয়ে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং দিয়ে চলাচল করবে।
আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত বিকল্প পথ এবং পার্কিং ব্যবস্থা
আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহার করে চলাচলের জন্য অনুরোধ করেছে পুলিশ। এছাড়া, অনুষ্ঠানে আগত দর্শকদের যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা/এমআর/রাজীব