নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সংসদের নেতৃত্বে জাহিন-রাফি
Published: 14th, August 2025 GMT
নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সংসদে ১ বছর মেয়াদে সভাপতি হিসেবে জাহিন বিনতে রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে আবিদ হাসান রাফিকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাখাওয়াত আল নুসায়েত কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা বলা হয়েছে।
আবিদ হাসান রাফি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের এবং জাহিন বিনতে রেজা অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
আরো পড়ুন:
রাকসু ফান্ডে জমা ১ কোটি ৮২ লাখ টাকা, হল সংসদের ফান্ড অস্পষ্ট
জবির ছাত্রী হলে মেডিকেল সেবা চালুর উদ্যোগ
আবিদ হাসান রাফি রাইজিংবিডি ডটকমকে বলেন, “নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন পূর্ব বাংলার শিক্ষা ও প্রগতির অন্যতম অগ্রপথিক এবং মুসলিমদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক প্রাণ পুরুষ। তার নামাঙ্কিত এই স্মৃতি সংসদ একটি ঐতিহ্যবাহী ও গৌরবময় প্ল্যাটফর্ম, যেখানে চিন্তা, মনন, নেতৃত্ব ও সংস্কৃতির বিকাশ ঘটে।”
তিনি বলেন, “এই সংসদের সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রথম দায়িত্ব হবে এই মূল্যবোধ ও আদর্শ ধরে রাখা এবং একটি গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সাংগঠনিক পরিবেশ তৈরি করা।”
তিনি আরো বলেন, “অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা নিয়মিত আলোচনা, সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার, প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণ করব, যা আমাদের মেধা ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।”
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী