ফ্যাক্ট–চেক নিয়ে জাকারবার্গের দাবি মিথ্যা
Published: 10th, January 2025 GMT
মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্টচেকিং প্রোগ্রামগুলো অতিমাত্রায় সেন্সরশিপের দিকে ঝুঁকে পড়েছে বলে যে দাবি করেছেন, তা মিথ্যা। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্কের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
জাকারবার্গের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে মেটার প্ল্যাটফর্মগুলোতে ফ্যাক্টচেকিং বাদ দেওয়ার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, ‘জাকারবার্গের দাবি মিথ্যা। আমরা বর্তমান প্রেক্ষাপট এবং ঐতিহাসিক রেকর্ড উভয়ের জন্যই এ ক্ষেত্রের রেকর্ড ঠিক রাখতে চাই।’
গত মঙ্গলবার জাকারবার্গ মেটার কনটেন্ট সম্পাদনা নীতিমালায় পরিবর্তন আনার ঘোষণা দেন। এ সময় অভিযোগ করেন, ফ্যাক্টচেকাররা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এ ছাড়া আরও অভিযোগ করেন, ফ্যাক্টচেকাররা অতিমাত্রায় ভুল করছেন এবং সেন্সরশিপ করছেন।
আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, বিশ্বের ১০০টির বেশি দেশে ফ্যাক্টচেকিং কার্যক্রম বন্ধ করা হলে তার মারাত্মক প্রভাব পড়বে। এসব দেশের মধ্যে কিছু দেশ ভুয়া তথ্যের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনে হস্তক্ষেপ, উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা ও গণহত্যার মতো ঘটনা ঘটতে পারে।
ফ্যাক্টচেকিং নেটওয়ার্কের পক্ষ থেকে আরও বলা হয়, বিশ্বব্যাপী মেটা ফ্যাক্টচেকিং কার্যক্রম বন্ধ করলে তা নিশ্চিতভাবে অনেক স্থানে বাস্তব ক্ষতির ঘটনা ঘটাতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুল ও সা. সম্পাদক শাহেদ
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহাবুবুল আকবর। সাধারণ সম্পাদক হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ এন এম শাহেদ হাসান।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজম।
জানা গেছে, ১৩৭ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহাবুবুল আকবর। সভাপতি পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. রোকনুজ্জামান খান পেয়েছেন ৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এন এম শাহেদ হাসান পেয়েছেন ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ৬৯ ভোট পেয়েছেন।
নির্বাচনে ১৩৫ ভোট পেয়ে সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি) মো. ইমরান হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি) মো. আহসান হাবীব খান, হিসাব নিরীক্ষক মো. রিজাউল করিম, গ্রন্থাগারিক মো. জাকির হোসেন ও ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে আমেনা খাতুন জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে আনোয়ার জাহিদ ও নির্বাহী সদস্য (ছয়জন) আ না ম ওবায়দা শহীদ, ইদ্রিস আলম, তারিকুল ইসলাম, এ কে এম মোকলেছুর রহমান, ফারহানা জুবায়রা ও মুনশি মো. মফিজুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মাগুরা জেলা আইনজীবী সমিতিতে ২৮৭ জন ভোটার ছিলেন। এর মধ্যে বুধবার ভোট দিয়েছেন ২২৩ জন সদস্য।
ঢাকা/শাহীন/মাসুদ