সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান ইব্রাহীম ভূঁইয়া দুলু ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৩ জানুয়ারি) বাদ জোহর ইব্রাহিম ভূঁইয়া দুলু স্মৃতি সংসদের উদ্যোগে নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে কোরআন খতম শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এসময়ে দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদর থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজ্বী আব্দুল লতিফ মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমির, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম আজাদ মিল্টন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজ্বী মুকুল ভুইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া নান্টু, যুগ্ম সম্পাদক শাহাআলম হোসেন, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল মোমেন বাবুল, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, ফয়সাল ভুইয়া রিপন, সদস্য কামাল ভূঁইয়া, সোনারগাঁ থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবু সাইদ, জামপুর ইউনিয়ন জাসাস সভাপতি আলমগীর হোসেন,সিনিয়র সহসভাপতি সোলাইমান ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য লুৎফর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শিমুল, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলুল হক ভুঁইয়া, দপ্তর সম্পাদক সেলিম মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মামুন আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা সজীব ভুইয়া, রুবেল, শহিদুল্লাহ,মাসুম, রুকন, জয়নাল আবেদীন, সেলিম মিয়া, রুবেল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ

আড়াইহাজারে চার দফা দাবিতে স্থানীয় পাওয়ারলুম শ্রমিকেরা সড়ক অবরোধ করে। প্রথমে স্থানীয় রামচন্দ্রী এলাকা থেকে গোপালদী বাজার পর্যন্ত রাস্তায় গাছের গুঁড়ি ও ইট সহ বিভিন্ন ভারী বস্তুু ফেলে সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। 

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন ও আড়াইহাজার থানার ওসি তদন্ত সাইফ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা রামচন্দ্রী স্ট্যান্ড এলাকায় অবস্থান নিলে পরে বিশনন্দী ফেরিঘাট সড়কেও যানচলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা সড়কে বসে বিক্ষোভ করতে থাকেন। এসময় শত শত যানবহন সড়কে আটকা পড়ে। স্থানীয় বিভিন্ন টেক্সাইল মিলের প্রায় ২ হাজারের মতো শ্রমিক অবরোধে অংশ নেয়। এসময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। 

এক পার্যায়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে শ্রমিকরা চলে যায়। স্থানীয় ‘আবুল খায়ের টেক্সাইল’ মিলের শ্রমিক কবির হোসেন বলেন, আমরা টেক্সাইল মিলের মালিকদের কাছে চারটি দাবী করেছি; দাবীর মধ্যে রয়েছে, গজ প্রতি গ্রেরে কাপড়ে এক টাকা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের  স্বাস্থ্য সুরক্ষা এবং কোন দুর্ঘটনা ঘটলে মালিক পক্ষ আর্থিক সহযোগিতা ও দুই ঈদে বোনাস ভাতা চালু করতে হবে। 

তিনি বলেন, এই দাবীগুলো আমাদের দীর্ঘদিনের। এটি মালিকদের পক্ষে পূরণ করা সম্ভব। শ্রমিক বিল্লাল হোসেন বলেন, আমাদের কর্মস্থলে কোন নিরাপত্তা নেই। প্রতিষ্ঠানের ভিতরে কর্মরত অবস্থায় কোন দুর্ঘটনা ঘটলে আমাদের নিজেদের অর্থে চিকিৎসা করতে হয়। অনেক শ্রমিক বিনা চিকিৎসায় কষ্ট করে। 

শ্রমিক নাহিদ বলেন, দুই ঈদে আমাদের বোনাসের দাবী করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বোনাস দিয়ে থাকে; আমরা কেন তা পাবোনা। 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফদ্দিন বলেন, ‘শ্রমিকদের পক্ষ থেকে চারটি দাবি করা হয়েছে। মালিকদের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবিগুলো ধাপে ধাপে পূরণ করার আশ্বাস দিলে তারা অবরোধ ছেড়ে চলে যায়। বর্তমানে সড়কে যানবাহন চলাচল করছে।’ 
 

সম্পর্কিত নিবন্ধ

  • মে দিবস, স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শহরে আলোচনা সভা ও র‌্যালি
  • সিদ্ধিরগঞ্জে মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের র‌্যালি
  • ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • শ্রমিক দিবসে রিকশাচালকদের পাশে নারায়ণগঞ্জ ‘বসুন্ধরা শুভসংঘ’
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
  • মাও. রইস এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ
  • জেলা কৃষকদলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 
  • আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ