নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ৯০ হাজার থেকে এক লাখ সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় সেনা-পুলিশ-আনসার মিলিয়ে ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, ‘‘অবশ্যই নির্বাচনের অনুকূল পরিবেশ আছে। সেনাবাহিনী ৯০ হাজার থেকে এক লাখ সদস্য নিয়ে মাঠে থাকবে। পাশাপাশি প্রায় দেড় লাখ পুলিশ এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’’

তিনি জানান, নির্বাচনের দিন শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি জেলায় যৌথ বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘‘সভায় আগুন লাগার বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসেনি। তবে কমিশন সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’’

লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারের কাজ চলছে।’’

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যেই সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও দায়িত্ব বণ্টন শুরু হবে। প্রতিটি জেলায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফোর্স মোতায়েনের বিস্তারিত পরিকল্পনাও চূড়ান্তের পথে।

     
     
 

ঢাকা/এএএম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

বিমানবন্দরের আগুন নেভাতে গিয়ে আহত ১৪ জন সিএমএইচে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪ সদস্যকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন। 

রবিবার (১৯ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবন্দরে আগুনে এখন পর্যন্ত বিমানবাহিনীর একজন, ফায়ার সার্ভিসের তিনজন, পুলিশের একজন, আনসারের ১০ জন সদস্য সিএমএইচে চিকিৎসাধীন।

আগুন নিয়ন্ত্রণের বিষয়ে আইএসপিআর জানায়, বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমান বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে। 
আইএসপিআর আরো জানায়, গতকাল আনুমানিক দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন বিকট আকার ধারণ করলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে অগ্নিনির্বাপন এবং উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এছাড়া, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্স সহায়তা প্রদান করা হয়েছে। 

কার্গো ভিলেজে রক্ষিত দাহ্য রাসায়নিক পদার্থ আগুনের মাত্রা কে তীব্রতর করে দেয়। অগ্নি নির্বাপনকালে রাসায়নিক পদার্থের ধোঁয়া ও আগুনের তীব্রতায় ১০ জন আনসার সদস্য, ৩ জন ফায়ার ফাইটার এবং ১ জন পুলিশ সদস্য প্রবল শ্বাস-প্রশ্বাস জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়। যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে এতে উল্লেখ করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে: ইসি সচিব
  • আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ
  • আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
  • ‘আমার সন্তানের মতো কোনো শিশু বাবাহারা না হোক’
  • সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার
  • বিমানবন্দরের আগুন নেভাতে গিয়ে আহত ১৪ জন সিএমএইচে
  • ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০
  • লালন উৎসবে লাখো মানুষের ভিড়