জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেড জুলাইয়ের ও জাস্টিস ফর জুলাই এর উদ্যোগে ‘লাল সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সোমবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে জুলাই স্মরণে এ অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়।

এ সময় জাস্টিস ফর জুলাই এর পক্ষ থেকে মুরাদ হোসেন ও রেড জুলাই এর পক্ষ থেকে সবুজ শেখ উপস্থিত ছিলেন। 

তারা জানান, অনুষ্ঠানটি বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। এতে তথ্যচিত্র প্রদর্শন, কথা, গান, কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাইকে মানুষের সামনে তুলে ধরা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ আলোচক হিসেবে লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

এছাড়া আলোচক হিসেবে থাকবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তরুণ নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.

আবদুল্লাহ, জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.  সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা প্রমুখ। 

অনুষ্ঠানে ‘কল ফ্রম প্যারাডাইজ, জাহাঙ্গীরনগর টু ঢাকা’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। সংগীত পরিবেশন করবে ইকরা শিল্পীগোষ্ঠী এবং ‘পাপেট বিপ্লব ও পরবর্তী বাস্তবতা’ শীর্ষক নাটক প্রদর্শন করবে জাহাঙ্গীরনগর থিয়েটার। এছাড়া ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাবির শিক্ষার্থী কল্যান ও পরামর্শ কেন্দ্র এবং সহায়তায় আল মুসলিম গ্রুপ।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ