গুচ্ছে থাকছে না হাবিপ্রবি, স্বতন্ত্র পরীক্ষার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি
Published: 16th, January 2025 GMT
গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির আলোচনা সভায় গুচ্ছে না থাকার চূড়ান্ত সিদ্ধান্তসহ ভর্তির তারিখ, আবেদনের যোগ্যতা এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো.
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য গত সোমবার (১৩ জানুয়ারি) ৬৮ তম একাডেমিক কাউন্সিলে উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা করেন। সেখানে সর্বসম্মতিক্রমে গুচ্ছতে না থাকার এবং স্বতন্ত্রভাবে নিজস্ব তত্বাবধানে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এরপর গুচ্ছভুক্ত ২১টি বিশ্ববিদ্যালয়ের কয়েক ধাপ আলোচনা সভার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেল ৪টায় ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করা হয়। এ সভা শেষে চূড়ান্তভাবে গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি।
জনসংযোগ ও প্রকাশনা শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১ সেমিস্টার-১ এ চারটি ইউনিটের অধীনে আটটি অনুষদের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ২১, ২২, ২৩ ও ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে হাবিপ্রবি ওয়েবসাইট এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড মো.আবুল কালাম বলেন, “আমরা আগে থেকেই ভাবছিলাম গুচ্ছ থেকে বের হয়ে যাব। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কয়েক ধাপ সভায় খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হয়ে এসেছে। এখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা উৎসবের সৃষ্টি হবে।”
হাবিপ্রবি কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, “আমরা ৬৮তম একাডেমিক কাউন্সিলে উপস্থিত সবার মতামতের প্রতি সম্মান রেখে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেই। বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, এখানে ঝামেলাপূর্ণ কিছু বিষয় রয়ে গেছে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশিরভাগ শিক্ষক, কর্মকর্তারা চাচ্ছেন গুচ্ছ থেকে বের হয়ে আসতে। শিক্ষার্থীদেরও একটা প্রত্যাশা ছিল, যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়। তাই আমরা এককভাবে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।”
ঢাকা/সংগ্রাম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বতন ত র পর ক ষ
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক