সবশেষ গেল বছরের ১ নভেম্বর হারের স্বাদ পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচ জিতেছিল তারা। অবশেষে তাদের জয়ের মিছিলে পরাজয়ের স্বাদ গুজে দিলো লিগানেস। শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকোকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।
এই হারে অ্যাটলেটিকোর শীর্ষস্থানও নড়বড়ে হয়ে গেল। রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচে লাস পালমাসকে হারালে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে রিয়াল। ২০ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে শীর্ষে। আর ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান তৃতীয়তে।
লিগানেসের বিপক্ষের ম্যাচে অবশ্য প্রভাব বিস্তার করে খেলেছিল অ্যাটলেটিকো। ম্যাচের ৬০ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। অ্যাটলেটিকোর নেওয়া তিনটি শট বারে লেগে ফিরে আসে। আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ মিস করে তারা। এমনকি ৯০ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে সমতা ফেরানোর সুযোগটিও কাজে লাগাতে পারেনি তারা। সেটার মূল্য অবশ্য তাদের দিতে হয়েছে ১-০ ব্যবধানে হেরে।
আরো পড়ুন:
তলানির দলের কাছে পয়েন্ট হারালো বার্সা
দারুণ জয়ে বার্সাকে পেছনে ফেলে দুইয়ে রিয়াল
ম্যাচের ৪৯ মিনিটে কর্নার পায় লিগানেস। কর্নার থেকে দানি রাবার পাঠানো ক্রসে হেড নিয়ে জালে জড়ান মাতিজা নাস্তাসিক। বাকি সময়ে তার এই গোলটি আর শোধ দিতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। পারেনি হারও এড়াতে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়