সবশেষ গেল বছরের ১ নভেম্বর হারের স্বাদ পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচ জিতেছিল তারা। অবশেষে তাদের জয়ের মিছিলে পরাজয়ের স্বাদ গুজে দিলো লিগানেস। শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকোকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।
এই হারে অ্যাটলেটিকোর শীর্ষস্থানও নড়বড়ে হয়ে গেল। রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচে লাস পালমাসকে হারালে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে রিয়াল। ২০ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে শীর্ষে। আর ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান তৃতীয়তে।
লিগানেসের বিপক্ষের ম্যাচে অবশ্য প্রভাব বিস্তার করে খেলেছিল অ্যাটলেটিকো। ম্যাচের ৬০ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। অ্যাটলেটিকোর নেওয়া তিনটি শট বারে লেগে ফিরে আসে। আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ মিস করে তারা। এমনকি ৯০ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে সমতা ফেরানোর সুযোগটিও কাজে লাগাতে পারেনি তারা। সেটার মূল্য অবশ্য তাদের দিতে হয়েছে ১-০ ব্যবধানে হেরে।
আরো পড়ুন:
তলানির দলের কাছে পয়েন্ট হারালো বার্সা
দারুণ জয়ে বার্সাকে পেছনে ফেলে দুইয়ে রিয়াল
ম্যাচের ৪৯ মিনিটে কর্নার পায় লিগানেস। কর্নার থেকে দানি রাবার পাঠানো ক্রসে হেড নিয়ে জালে জড়ান মাতিজা নাস্তাসিক। বাকি সময়ে তার এই গোলটি আর শোধ দিতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। পারেনি হারও এড়াতে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।