লাস পালমাসের বিপক্ষে দারুণ জয়ের পথে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের এই জয় রিয়াল মাদ্রিদকে তুলে দিল লা লিগার শীর্ষে।  

ম্যাচের শুরুটা ছিল চমকপ্রদ। মাত্র ২৫ সেকেন্ডেই সান্দ্রোর ক্রস থেকে ফ্যাবিও সিলভা গোল করে এগিয়ে দেন লাস পালমাসকে। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় রিয়াল। ম্যাচের ১৮ মিনিটে বক্সের মধ্যে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপ্পে।  

৩৩ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল। এর ঠিক তিন মিনিট পর রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলের ব্যবধানে।  

দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘড়ি এক ঘণ্টা পেরোনোর আগেই রদ্রিগো চতুর্থ গোলটি করেন। এরপর লাস পালমাস ১০ জনের দলে পরিণত হয়। ৬৪ মিনিটে লুকাস ভাসকেজকে পা দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন বেনিতো রামিরেজ।  

প্রায় আধঘণ্টা সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল। তবে এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। বর্তমানে রিয়ালের পয়েন্ট ৪৬। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা পিছিয়ে আছে ৭ পয়েন্টে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন এমব প প

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ