লাস পালমাসের বিপক্ষে দারুণ জয়ের পথে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের এই জয় রিয়াল মাদ্রিদকে তুলে দিল লা লিগার শীর্ষে।  

ম্যাচের শুরুটা ছিল চমকপ্রদ। মাত্র ২৫ সেকেন্ডেই সান্দ্রোর ক্রস থেকে ফ্যাবিও সিলভা গোল করে এগিয়ে দেন লাস পালমাসকে। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় রিয়াল। ম্যাচের ১৮ মিনিটে বক্সের মধ্যে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপ্পে।  

৩৩ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল। এর ঠিক তিন মিনিট পর রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলের ব্যবধানে।  

দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘড়ি এক ঘণ্টা পেরোনোর আগেই রদ্রিগো চতুর্থ গোলটি করেন। এরপর লাস পালমাস ১০ জনের দলে পরিণত হয়। ৬৪ মিনিটে লুকাস ভাসকেজকে পা দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন বেনিতো রামিরেজ।  

প্রায় আধঘণ্টা সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল। তবে এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। বর্তমানে রিয়ালের পয়েন্ট ৪৬। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা পিছিয়ে আছে ৭ পয়েন্টে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন এমব প প

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ