৬৪ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন শূন্য। ৬৫ মিনিটে স্পট কিকে ইয়াসিন খান গোল করার পরই ঢাকা আবাহনী ফিরে পায় আত্মবিশ্বাস। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ৬ মিনিটের ঝড় দেখায় আবাহনী। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে আসেন একেএম মারুফুল হকের শিষ্যরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ ‘বি’তে ফকিরেরপুলকে ৩-০ গোলে হারিয়ে কোয়ালিফায়ারে নাম লিখিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে হারানো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিও নিশ্চিত করেছে প্লে-অফ। তিন ম্যাচে দুই দলের সমান ৯ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে রহমতগঞ্জ, দুইয়ে আবাহনী। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল।
মঙ্গলবার কুমিল্লায় প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি আবাহনী। বিরতির পর স্বরূপে ফেরে তারা। ৬৫ মিনিটে ভাঙে ম্যাচের ডেডলকও। এনামুল গাজী ডান দিক দিয়ে বক্সে ঢুকে এগিয়ে যাওয়ার সময় ফাউলের শিকার হলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।
ইয়াসিন স্পট কিকে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন। আবাহনীর ঝড়ের শুরুটাও এখান থেকে। ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন হাসান মুরাদ। ৭১ মিনিটে মাহাদি ইউসুফের গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় আবাহনীর।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’
সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
ঢাকা/রতন/রাজীব