সকালে নাশতা খেয়ে পরিবারের সবাই অসুস্থ, রাতে ডাকাতি
Published: 22nd, January 2025 GMT
সকালের নাশতা খেয়ে একই পরিবারের পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে তারা রাতে ঘুমিয়ে পড়লে ঘটে ডাকাতির ঘটনা। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ শিমলাপাড়া গ্রামের জামাল মাসুদের বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
বাড়ির কেউ টের পায়নি। গোপনে কেউ একজন এসে সকালের নাশতায় চেতনানাশক মিশিয়ে চলে যায়। পরিবারের পাঁচ সদস্য একসঙ্গে বসে নাশতা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। পাঁচজনই বিভিন্ন হাসপাতালে দিনভর চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। সোমবার রাতের খাবার ও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। তারা যখন গভীর ঘুমে তখন ঘড়ির কাঁটা রাত ২টা পেরিয়ে গেছে। তখনই ওই বাড়িতে ঘটে দুর্ধর্ষ ডাকাতি। দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে।
গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর থানার চকপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৃহকর্তা জামাল মাসুদ জানান, তিনি, তাঁর স্ত্রী, ছেলেমেয়ে ও ৮০ বছর বয়সী বাবা একসঙ্গে বসে সোমবার সকালে নাশতা করেন। এর কিছুক্ষণ পরই সবাই দুর্বল হতে থাকেন। একপর্যায়ে মাটিতে পড়ে যান। পরে প্রতিবেশীরা তাদের মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন। সুস্থ হলেও শরীরের দুর্বলতা কাটছিল না। পরে রাতে আগেভাগে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মুখোশধারী একদল ডাকাত বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে গেলে তাদের চিৎকারে সবাই এগিয়ে আসেন।
শ্রীপুর থানার মাওনার চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, পরিকল্পিতভাবে ওই বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছে। তারা সোমবার সকালে নাশতার সঙ্গে চেতনানাশক মিশিয়ে সবাইকে অসুস্থ করে। এরপর রাতে ওই বাড়িতে এসে লুটপাট করে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব র র
এছাড়াও পড়ুন:
প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। এবার জানা গেল, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
আরো পড়ুন:
দুর্ঘটনার কবলে অঙ্কিতার স্বামী, হাতে ৪৫টি সেলাই
শুভর বলিউড যাত্রা, ‘জ্যাজ সিটি’র টিজারে প্রশংসা
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে টুঁ-শব্দটি করেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত