পারিশ্রমিক পরিশোধ নিয়ে আলোচনায় থাকলেও শেষ চারে যাওয়ার লড়াইয়ে আছে দুর্বার রাজশাহী। জয়ের সহজ দুটি সুযোগ না হারালে বেশ এগিয়েই থাকত তারা।

চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে টেবিলের টপার রংপুর রাইডার্সের বিপক্ষে ভালো ব্যাটিং করেছে তাসকিন আহমেদের দল। ইয়াসির আলী রাব্বির ব্যাটে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে তারা। 

চট্টগ্রামের উইকেটে শুরুতে ব্যাটিং সহজ হলেও শেষে বেশ কঠিন হচ্ছে। রাজশাহীর সঙ্গেও ঘটেছে একই ঘটনা। ওপেনার মোহাম্মদ হারিস ১৯ রান করে ফিরে গেলেও অন্য ওপেনার সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। 

তিনে নেমে এনামুল হক বিজয় খেলেন ৩১ বলে ৩৪ রানের ইনিংস। ৭৬ রানে ২ উইকেট থেকে ৩ উইকেট হয়ে কিছুটা চাপে পড়ে রাজশাহী। পাঁচে নেমে ইয়াসির আলী রাব্বি ৩২ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি ছক্কা ও দুটি চারের শট আসে। 

রাজশাহী দুইশ’ রানের কাছাকাছি যাবে এমনই মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে আকবর আলী, সানজামুল ইসলামরা রান করতে না পারায় রানটা আরো বড় হয়নি তাদের। পুরো আসরে ব্যর্থ আকবর এদিন ৬ বলে ২ রান করেন। মেহরাব ৬ বলে ৪ রান, সানজামুল ৪ বলে ২ রান করেন। তাসকিন ৩ বলে ৪ রান করেন। 

রংপুরের হয়ে দুই পাকিস্তানি আকিফ জাভেদ ও খুশদীল শাহ দারুণ বোলিং করেছেন। বাঁ-হাতি পেসার আকিফ ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। খুশদিল ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। নাহিদ রানা ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ উইকেট।      

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক

খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়। 

এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র। 

কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শেরপুরে কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ
  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস-৩৬ নাইট ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন